কলকাতা: নানুরে বিজেপি নেতা স্বরূপ গড়াইয়ের খুন নিয়ে নতুন নাটক শুরু হয়ে গেল সোমবার রাতে। দিনভর দড়ি টানাটানির পর রাতে অকস্মাৎ পাল্টা কৌশল পুলিশের। বিজেপি দফতরে যেতে বাধা পাওয়ায় দেহ ফিরিয়ে দিয়েছিল মৃতের পরিবার। সোমবার রাতে বিশাল কনভয় করে মৃতদেহ নিয়ে নানুরের উদ্দেশে রওনা হয়ে গেল পুলিশ।


তিনদিন আগে গুলিবিদ্ধ বিজেপি নেতা স্বরূপ কলকাতার হাসপাতালে মারা যান। তারপরই তাঁর মৃতদেহ নিয়ে টানাপোড়েন শুরু হয়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এসপি অফিসের সামনে ধর্না ও নানুর থানা ঘেরাওয়ের কর্মসূচি নেয় বিজেপি। বিজেপির রাজ্য দফতরে দেহ নিয়ে যেতে দেওয়ার দাবি পরিবারের। যদিও সেই অনুমতি দিতে নারাজ প্রশাসন। দীর্ঘ টানাপোড়েনের পর মৃতদেহ না নিয়েই ফিরে যান মৃতের পরিবারের সদস্যরা। মঙ্গলবার রাজ্য দফতরে দেহ নিয়ে আসার চেষ্টা হবে বলে জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

যদিও সেই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায় সোমবার রাতে। আচমকাই বিশাল কনভয় করে মৃতদেহ নিয়ে নানুর রওনা হয়েছে পুলিশ।

৬ সেপ্টেম্বর নানুরের রামকৃষ্ণপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হন স্বরূপ। পুলিশ পরে মোট ১৯জনকে গ্রেফতার করে। যাদের মধ্যে ১১জন তৃণমূল কংগ্রেস ও ৮জন বিজেপি কর্মী।