মুম্বই: হিন্দি ছবির জগতে বিশেষ অবদানের জন্য এবার যশ চোপড়া স্মৃতি পুরস্কার পাচ্ছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। ১৬ ফেব্রুয়ারি তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির থাকার কথা মহারাষ্ট্রের রাজ্যপাল সি বিদ্যাসাগর রাওয়ের। এই পুরস্কারের জুরি বোর্ডে ছিলেন যশ চোপড়ার স্ত্রী পামেলা, পরিচালক বনি কপূর, মধুর ভাণ্ডারকর, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক, অভিনেত্রী পদ্মিনী কোলাপুরি, চিত্রনাট্যকার হনি ইরানি, অনু ও শশী রঞ্জন। তাঁরাই এবার ২০টি ভিন্ন ভাষায় ১১ হাজারেরও বেশি গান গাওয়া আশাকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
২০১২ সালে প্রয়াত হন যশ চোপড়া। তাঁর স্মৃতিতে পুরস্কার দেওয়া চালু করেন সাংসদ টি সুব্বারামি রেড্ডি এবং অনু ও শশী। প্রাপককে ১০ লক্ষ টাকা দেওয়া হয়। এর আগে আশার দিদি অপর এক কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর, বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন, অভিনেত্রী রেখা, বলিউড বাদশা শাহরুখ খান এই পুরস্কার পেয়েছেন।
২০টি ভাষায় ১১ হাজারের বেশি গান, যশ চোপড়া স্মৃতি পুরস্কার পাচ্ছেন আশা ভোঁসলে
Web Desk, ABP Ananda
Updated at:
28 Jan 2018 04:44 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -