মুম্বই: প্যারালিটিক স্ট্রোকে আক্রান্ত হয়ে ডায়ালিসিসের জন্য হাসপাতালে ভর্তি হলেও, চিকিৎসার খরচ জোগাতে না পেরে ছুটি নিয়ে বাড়ি ফিরে গেলেন অভিনেতা আশিস রায়। তিনি বন্ধুদের সাহায্যে ফেসবুক পোস্টের মাধ্যমে স্বাস্থ্য ও বিষয়ক বর্তমান অবস্থার কথা জানিয়েছেন। তিনি অন্যদের কাছ থেকে আর্থিক সাহায্য চেয়েছেন।
একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই অভিনেতা হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেলেও, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল। তাঁর আর্থিক অবস্থা শোচনীয়। তিনি জানিয়েছেন, ‘আমি এই মুহূর্তে বাড়িতে আছি। অত্যন্ত দুর্বল বোধ করছি। একজন সহায়ক আমার সেবা করছেন। এখনও পর্যন্ত সেভাবে উড়ান চালু না হওয়ায় আমার বোন আসতে পারছে না।’
আশিস আরও জানিয়েছেন, ‘আমি ২৪ মে হাসপাতালে ভর্তি হই। হাসপাতালের বিল হয় দু’লক্ষ টাকা। আমি কোনওমতে সেই বিল মিটিয়ে দিই। এরপর আর টাকা না থাকায় বাড়ি ফিরে আসি। এখনও আমার ডায়ালিসিস চলছে। আরও দু’মাস চলবে ডায়ালিসিস। আমি একদিন ছাড়া ছাড়া হাসপাতালে যাচ্ছি। তিন ঘণ্টার ডায়ালিসিসের জন্য দু’হাজার টাকা দিতে হয়।’
এর আগে শোনা গিয়েছিল, অভিনয় জগতের লোকজন আশিসকে সাহায্য করছেন। সলমন খানও তাঁর পাশে দাঁড়িয়েছেন বলে শোনা যায়। তবে সেই খবর অস্বীকার করে আশিস জানিয়েছেন, ‘আমি কোনওরকম সাহায্য পাইনি। আমার বার্তা সমলনের কাছে গিয়েছে কি না, আমি সেটাই জানি না। আমি শুধু সুস্থ হয়ে কাজে ফিরতে চাই।’
দু’দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত আশিস। ‘কুছ রঙ্গ পেয়ার কে অ্যায়সে ভি’, ‘শশুরাল সিমর কা’, ‘মেরে অঙ্গনে মে’, ‘বা বহু অউর বেবি’, ‘ব্যোমকেশ বক্সী’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কিন্তু বর্তমানে এই অভিনেতাই চরম দুরবস্থায় দিন কাটাচ্ছেন।
চিকিৎসার খরচ জোগাতে পারবেন না, হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেলেন অভিনেতা আশিস রায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jun 2020 10:11 PM (IST)
এই অভিনেতা হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেলেও, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -