নয়াদিল্লি: মুম্বইয়ে পৌঁছে, ভাল অভিনয় করে ইন্ডাস্ট্রিতে (Indian Film Industry) নিজের স্থান পাকা করার স্বপ্ন অনেকেই দেখেন। কিন্তু সেই স্বপ্ন সত্যি কতজনের আর হয়! এই আশায় বুক বেঁধে দেশের নানা প্রান্ত থেকে রোজই কত ছেলেমেয়ে সাগরপাড়ে যায়, কিন্তু ভাগ্যের চাকা সকলের ঘোরে না। সুযোগ পাওয়া এবং তার সদ্ব্যবহার করার ক্ষমতা থাকা, নিজেকে প্রমাণ করার চেষ্টা থাকা, সবটাই সাফল্য পাওয়ার ক্ষেত্রে জরুরি। তেমনই একটি নাম আসিফ খান (Asif Khan)। হ্যাঁ ঠিকই ধরেছেন। সহজ করে বললে 'পঞ্চায়েত' (Panchayat) ওয়েব সিরিজের দামাদ জি অর্থাৎ ফুলেরা গ্রামের জামাই। বছরের পর বছর লড়াইয়ের ফল পাচ্ছেন এখন, পাচ্ছেন নিজের কর্মফল। 


তারকা দম্পতির বিয়েতে ছিলেন বেয়ারা, চেনেন ফুলেরার জামাইকে?


নিজের পেট চালাতে বেয়ারার কাজ করেছেন এককালে। এমনকী ইন্ডাস্ট্রির তারকা বিয়ের আসর, সেফ ও করিনার ডি-ডে তেও ওয়েটার ছিলেন। এখন তাঁর সংলাপ, তাঁর শরীরী ভাষা নকল করার চেষ্টায় সাধারণ দর্শক। 


'গজব বেজ্জতি হ্যায় ইয়ার'! মনে পড়ে 'পঞ্চায়েত' সিরিজের সেই বিখ্যাত সংলাপ? হ্যাঁ, প্রথম সিজনের সেই অত্যন্ত 'বিরক্তিকর' গণেশ থেকে তৃতীয় সিজনের অন্যতম 'প্রিয়' চরিত্র। দর্শকের মনে বিশেষ স্থান করে নিয়েছেন তিনি। তবে এই স্থানে পৌঁছতে কম কাঠখড় পোড়াতে হয়নি তাঁকে। 


বাবার মৃত্যুর পর ছোটখাটো যা কাজ পেয়েছেন, তাই করে পেট চালিয়েছেন আসিফ খান। ২০১০ সালে অবশেষে নিজের মাকে একপ্রকার রাজি করাতে সক্ষম হয়েছিলেন যে মুম্বইয়ে গিয়ে অভিনয়ে কেরিয়ার গড়বেন তিনি। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারে আসিফ বলেন, 'পেট চালাতে, আমি একটি হোটেলে ওয়েটার হিসেবে কাজ করা শুরু করি। কয়েক মাস পর, যখন আমি কিচেন ডিপার্টমেন্টে কর্মরত, আমাদের কাছে একটা পার্টি ছিল যা আদতে সেফ আলি খান ও করিনা কপূরের রিসেপশন।'


এরপর তিনি সেই চাকরি ছেড়ে দেন। কিছুদিন মলে চাকরি করেন, কিছু অডিশন দেন, এবং তারপর জয়পুরের একটি থিয়েটার দলে যোগ দেন। এরপর আসিফ কাস্টিং সহকারী হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন এবং 'টয়লেট: এক প্রেম কথা', 'পরী', 'পাগলায়েট' ও 'ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড'-এর মতো নানা ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেন। 


 






আরও পড়ুন: Kartik Aryan: বেরিয়ে আসা পেট, শরীরে জমেছে মেদ ! 'চন্দু' কার্তিকের এ কোন চেহারা ?


২০২০ সালে মুক্তি পাওয়া 'জামতাড়া' ছিল আসিফ খানের সবচেয়ে বড় ব্রেক এবং এরপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর এক এক করে 'পাতাল লোক', 'মির্জাপুর'-এর মতো প্রবল সফল সিরিজে কাজ করেছেন আসিফ। শেষ তাঁকে বড়পর্দায় 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি'তে দেখা গিয়েছে। এরপর তাঁকে 'সেকশন ১০৮', 'কাকুড়া', 'নোরানি চেহরা', 'ইশক চাকাল্লাস' ও 'দ্য ভার্জিন ট্রি'-তে দেখা যাবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।