গতকালই ৩ বছরে পড়েছে রানি ও আদিত্য চোপড়ার মেয়ে আদিরা। যশরাজ স্টুডিওতে হল জন্মদিনের উৎসব। পুঁচকে ছেলেমেয়েদের নিয়ে তাতে যোগ দেন বলিউডের সেলিব্রিটি বাবা মায়েরা। ঠাকুমা হীরু জোহরের সঙ্গে আসে কর্ণ জোহরের দুই ছেলেমেয়ে যশ ও রুহি। ঐশ্বর্যা-অভিষেক বচ্চন উদয়পুরে থাকলেও ঐশ্বর্যার ননদ শ্বেতা বচ্চন আসেন আদিরার জন্মদিনে।
মা সোহা আলি খানের হাত ধরে আসে ছোট্ট ইনায়া খেমু।
তুষার কপূরকে দেখা যায় ছেলে লক্ষ্যের সঙ্গে।
আসেন শিল্পা শেট্টি, স্বামী রাজ কুন্দ্রা ও ছেলে ভিয়ানের সঙ্গে। ছিল অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার ছোট্ট মেয়ে নিতারাও।
রানির তুতো বোন কাজল ও তানিশা যোগ দেন অনুষ্ঠানে। কাজলের সঙ্গে ছিল তাঁর ৮ বছরের ছেলে যুগ।
এছাড়া দেখা যায় সোনম কপূর, বাণী কপূর ও ভূমি পেডনেকরকে।
আদিরা জন্মেছে ২০১৫ সালে। কিন্তু তার বাবা মা তাকে সংবাদমাধ্যমের নজর থেকে সম্পূর্ণ দূরে রেখেছেন।