নয়াদিল্লি:  সিংহের গুহায় ঢুকে সিংহ শিকার। অবশেষে ৭০ বছরের খরা কাটিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টেস্ট জিতে সিরিজ শুরু করল বিরাট কোহলি বাহিনী। ৩১ রানে আজ অ্যাডিলেড টেস্ট জিতে নিল টিম ইন্ডিয়া। এই প্রথম বিদেশের মাটিতে টেস্ট সিরিজ ভারত তাদের প্রথম ম্যাচ জিতল।

এই জয়ের সঙ্গে ৪ টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল বিরাটের দল। দ্বিতীয় ইনিংসে ৩২৩ রান তাড়া করতে নেমে চূড়ান্ত দিনে ১১৯.৫ ওভারে অস্ট্রেলিয়া ২৯১ রানে অল আউট হয়ে যায়। ২০০৩-এ রাহুল দ্রাবিড়ের ব্যাটে ভর করে অ্যাডিলেডে প্রথম জয় পায় ভারত। তার ১৫ বছর পর এল আজকের সাফল্য।



আজ পঞ্চম দিনের খেলা অস্ট্রেলিয়া শুরু করে ১০৪ রানে, হাতে ৬ উইকেট। টার্গেট ছিল আরও ২১৯ রান।  কিন্তু শন মার্শ ও ট্রাভিস হেডের জুটি টেকে মাত্র ৭.৪ ওভার, ১৪ রানে ইশান্ত শর্মার বলে আজিঙ্ক্য রাহানেকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান হেড। ব্যাট করতে নামেন টাইম পাইনে, তাঁর সঙ্গে জুটি বেঁধে ১৪৬ বলে মার্শ করে ফেলেন তাঁর দশম টেস্ট পঞ্চাশ। তিনি যখন ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছেন, তখনই ভারতীয় খেলোয়াড়দের মুখে হাসি এনে দেন যশপ্রীত বুমরাহ। ড্রিঙ্কস বিরতির পর ৭৩তম ওভারে ব্যাটের কানায় বল লাগিয়ে উইকেট কিপার ঋষভ পন্থের হাতে ধরা পড়েন মার্শ। কিন্তু তখনও লড়াই চালিয়ে যাচ্ছিলেন পাইনে ও প্যাট কামিন্স। মধ্যাহ্নভোজ পর্যন্ত তাঁরা অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যান ১৮৬ রানে, হাতে তখনও ৪ উইকেট, জয়ের জন্য লাগবে ১৩৭ রান।

কিন্তু বিরতির পর বুমরাহের বলে ৪১ রানে আউট হয়ে যান পাইনে। মিশেল স্টার্ক ব্যাট করতে  নেমে করেন ২৮ রান। তাঁকে আউট করে দেন মহম্মদ সামি, নিজের তৃতীয় উইকেটটি তুলে নেন তিনি। ক্যাচ নেন ঋষভ পন্থ, ১ টেস্টে ১১টি ক্যাচ ধরে তিনি ছুঁলেন জ্যাক রাসেল ও এ বি ডি ভিলিয়ার্সের বিশ্বরেকর্ড। সামি ছাড়াও বুমরাহ ও অশ্বিন ৩টি করে উইকেট পেয়েছেন।

এর আগে চেতেশ্বর পূজারার শতরানে ভর করে প্রথম ইনিংসে ২৫০ রান করে ভারত। জবাবে অস্ট্রেলিয়া ২৩৫ রানে অল আউট হয়ে যায়। ১৫ রানে এগিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া করে ৩০৭ রান, আয়োজক দলের সামনে জয়ের জন্য ৩২৩ রানের লক্ষ্যমাত্রা রাখে।