মুম্বই: বলিউডে এমন অনেক অভিনেত্রীই রয়েছেন, যাঁদের কখনও না কখনও বডি শেমিংয়ের শিকার হতে হয়েছে। পরবর্তীকালে তাঁরা সেই বিষয়ে অভিজ্ঞতাও জানিয়েছেন। এবার তেমনই অভিজ্ঞতা শেয়ার করে নিলেন বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি (Athiya Shetty)। ছেলেবেলায় তিনি শরীর নিয়ে কটাক্ষের শিকার হন। দীর্ঘ বেশ অনেকটা সময় লেগেছিল তাঁর এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়ঙ্কর দিনের স্মৃতিচারণা করলেন সুনীল কন্যা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী আথিয়া শেট্টি জানান, ছোটবেলায় তাঁকে শরীর নিয়ে কটাক্ষের শিকার হতে হয়। তিনি বলেন, 'যখন আমি বেশ ছোট ছিলাম, তখন বডি শেমিংয়ের শিকার হয়েছিলাম। অনেকেই মনে করেন যে, হয়তো মোটা চেহারা হলেই তাকে নিয়ে কটাক্ষ করা হয়ে থাকে। কিন্তু না। এমনটা নয়। মোটা হওয়ার মতো রোগা চেহারার লোকেদেরও কটাক্ষের শিকার হতে হয় নান সময়ে। আমার মনে হয়েছে, যেকোনও সময়েই কারও ওজন নিয়ে কথা বললে আসলে তার মনোবলে আঘাত দেওয়া হয়। যা একেবারেই উচিৎ নয়।'
তিনি আরও বলেন, 'প্রত্যেক মানুষের কাছে শব্দের ব্যবহারের একটা গুরুত্ব রয়েছে। কার সম্পর্কে কোন শব্দ প্রয়োগ করা হচ্ছে, সেদিকে খেয়াল রাখা দরকার। কারণ, কারও সম্পর্কে কোনও মন্তব্য করলে, সেটা সেই মানুষটার মনোবলে আঘাত লাগতে পারে। তাই কারও সম্পর্ক যখন কোনও শব্দ প্রয়োগ আমরা করছি, তখন সচেতন থাকা প্রয়োজন। আমি আমার শরীর সম্পর্কে যথেষ্ট সচেতন। আজও। ছোটবেলাতেও ততটাই ছিলাম। আজকের দিনে আমি যা সে সম্পর্কে অনেক দৃঢ় হতে পেরেছি।'
সুনীল শেট্টির মেয়েকে তাঁর চেহারা সম্পর্কে অনেক সময়ই অনেক কু-মন্তব্য শুনতে হয়েছে। আথিয়া বলেন, 'সৌন্দর্যের অনেক খারাপ বিশেষণও রয়েছে। যা বহু মানুষ শরীর নিয়ে কটাক্ষ করার সময়ে ব্যবহার করে থাকেন। এমন যাঁর উদ্দেশে সেই বিশেষণ ব্যবহার করা হয়, তাঁর কাছে তা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমার ক্ষেত্রেও বহুবার এমনটা হয়েছে। প্রত্যেকের বোঝা উচিৎ, প্রত্যেকটা মানুষের চেহারা এক রকমের হতে পারে না। যেমন পুরুষের চেহারার ধরন মেয়েদের থেকে আলাদা। তেমনই একজন নারীর চেহারাও অন্য নারীর থেকে আলাদা। তা নিয়ে কটাক্ষ করা নিম্নরুচির পরিচয়'।