ছবি দেখে বেরিয়েই এক দর্শক প্রতিক্রিয়া দিলেন, এবং সেই প্রতিক্রিয়াই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দুমিনিটে তিনি ছবি সম্পর্কে একটি স্পষ্ট আইডিয়া সকলকে দিয়ে দিয়েছেন।
- শশাঙ্ক ঘোষ পরিচালিত চার মহিলার জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবিটি। ছবিতে করিনা (কালিন্দি), সাক্ষী (স্বারা), অবনী (সোনাম) এবং মীরা (শিক্ষা)। চারটি চরিত্রকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প। সে প্রসঙ্গে এক সাধারণ দর্শকের মতামত শুনুন
- ছবির সেট অসাধারণ, ছবিও খুব সুন্দর, গল্পও ভাল, কিন্তু ছবির মধ্যে কোনও অনুভূতি নেই।
- কেউ যদি জীবনে খুব দুঃখ পায়, এবং বড়লোক হয়, তাহলে সেই ব্যক্তি অবশ্যই তাইল্যান্ড যেতে পারে। ছবি দেখে তেমনই মনে হয়েছে ওই দর্শকের।
- এই ছবিতে অভিনয় বাদ দিয়ে দেখা গিয়েছে বিভিন্ন প্রসাধনীর বিজ্ঞাপন।
- ছবির গান ভাল কিন্তু, কিন্তু সেটা ইউটিউবেও শুনে নেওয়া যায়। ছবির সঙ্গে গানগুলো মোটেই উপযোগী নয়।
- এছাড়া স্বারা ভাস্কর এই প্রথম দিল্লির বড়লোক মেয়ের চরিত্রে অভিনয় করলেন। কোথাও যেন সেটা মনে দাগ কাটেনি
তাহলে কি ভাবছেন, উইকেন্ডে যাবেন ভিরে দি ওয়েডিং দেখতে?