মুম্বই: আইপিএল-এ গতকাল চেন্নাই সুপার কিংসকে ৩৭ রানে হারিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। জয়ের নায়ক অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। ব্যাট হাতে ৮ বলে ২৫ রান করে অপরাজিত থাকার পর বোলিংয়ের সময় মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। পেসার লসিথ মালিঙ্গাও ৩ উইকেট নেন। জেসন বেহরেনডর্ফ ২ উইকেট নেন।

এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭০ রান করে মুম্বই। সূর্যকুমার যাদব ৫৯ ও ক্রুনাল পাণ্ড্য ৪২ রান করেন। জবাবে ৮ উইকেটে ১৩৩ রানেই থমকে যায় চেন্নাই। কেদার যাদব করেন ৫৮ রান। এছাড়া চেন্নাইয়ের আর কোনও ব্যাটসম্যান বড় রান করতে পারেননি।



মুম্বইয়ের ইনিংসের ১৮-তম ওভার পর্যন্ত মনে হয়নি বড় রান হবে। সেই সময় হার্দিকদের রান ছিল ৫ উইকেটে ১২৫। শেষ দুই ওভারে দ্রুত রান তোলেন হার্দিক ও কিয়েরন পোলার্ড। ১৯-তম ওভারে ওঠে ১৭ রান। শেষ ওভারে ওঠে ২৯ রান। ডোয়েন ব্র্যাভো প্রথম ৩ ওভারে দিয়েছিলেন মাত্র ২০ রান। কিন্তু শেষ ওভারে হার্দিক ও পোলার্ডের সামনে তাঁকে অসহায় দেখায়।