নয়াদিল্লি: বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। বিশেষ করে ট্যুইটারে কেউ তাঁর সাহায্য চাইলে সঙ্গে সঙ্গে জবাব মেলে। অথচ তিনি নিজে ট্যুইট করেন না বলে সন্দেহ প্রকাশ করেছিলেন এক ব্যক্তি। তাঁকে জবাব দিলেন সুষমা। তিনি বলেছেন, ‘আমার ভূত না, আমি নিজেই ট্যুইট করি।’



অনেকেই সুষমার কাছে সাহায্য চান। তেমনই এক ব্যক্তি জানান, তাঁর হবু শ্বশুরবাড়ির লোকজন ভারতের ভিসা না পাওয়ায় বিয়ে আটকে রয়েছে। তাঁকে সাহায্য করার আশ্বাস দেন বিদেশমন্ত্রী। তাঁকে একজন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর চেয়ে বেশি মজাদার বলে উল্লেখ করেন। মজার ছলেই এর জবাব দেন সুষমা। তিনি ‘চৌকিদার সুষমা স্বরাজ’ লেখার কারণ নিয়ে এক ব্যক্তির প্রশ্নের জবাবে বলেন, ‘আমি বিদেশে ভারতের স্বার্থ ও ভারতীয় নাগরিকদের বিষয়ে চৌকিদারি করছি। সেই কারণেই নামের আগে চৌকিদার লিখছি।’