মুম্বই: হিন্দু দেবদেবীদের ভুলভাবে চিত্রিত করা হচ্ছে, এখনই নিষেধাজ্ঞা জারি করা হোক 'আদিপুরুষ' (Adipurush) নিয়ে। অযোধ্যার রাম মন্দিরের তরফ থেকে বলিউডের এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করার কথা বলা হয়েছে। মন্দিরের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, সদ্য মুক্তি পাওয়া ১ মিনিট ৪৬ সেকেন্ডের টিজারে নাকি রামের চরিত্র ও অন্যান্য পৌরাণিত চরিত্রকেও ভুলভাবে দেখানো হয়েছে বলে অভিযোগ।
পুরোহিত সত্যেন্দ্র দাস অভিযোগ করে বলেছেন, 'টিজারে যেভাবে রাম ও রাবণের চরিত্রকে দেখানো হয়েছে তার সঙ্গে পৌরাণিক চরিত্রের কোনও মিল নেই। এই চরিত্রায়ন সম্পূর্ণ ভুল এবং নিন্দনীয়। এই ছবিকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি আমরা।' বিজয় রথ যাত্রা (Vijay Rath Yatra) উপলক্ষ্যে রাম মন্দিরে এসেছেন পুরোহিত সত্যেন্দ্র দাস।
আরও পড়ুন: Koel Mallick: জীবনের দুই পুরুষ, রঞ্জিত মল্লিক আর নিসপালের হাত ধরে বিসর্জনে কোয়েল
এই ছবি সম্পর্কে বিজেপি এমপি ব্রীজ ভূষণ সিংহ (BJP MP Brij Bhushan Singh) বলেছেন, 'এই ধরনের ছবি বানানো অপরাধ নয়। কিন্তু ইচ্ছাকৃত ভাবে ছবি নিয়ে বিতর্ক তৈরি করার কোনও অর্থ হয় না।'
ওম রাউত (Om Raut) পরিচালিত 'আদিপুরুষ' (Adipurush) ছবিতে মুখ্যচরিত্রে দেখা যাবে প্রভাস (Prabhas)-কে। রাবণের ভূমিকায় দেখা যাবে সেফ আলি খান (Saif Ali Khan)-কে। জানকির ভূমিকায় দেখা যাবে কৃতি শ্যানন (Kriti Shanon)-কে।