মুম্বই: অতিমারি (Coronavirus) পরিস্থিতির পর সব কিছুতেই বদল এসেছে। সমস্ত ইন্ডাস্ট্রিতেই নানা প্রভাব পড়েছে। ছবির ব্যবসাতেও এর ব্যাপক প্রভাব পড়েছে। দীর্ঘদিন ধরে সিনেমা হল বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ছবির ব্যবসা। গত আড়াই বছরে একাধিক ছবির মুক্তির দিন পিছিয়ে গিয়েছে। পরিচালক, প্রযোজক, অভিনেতা থেকে ছবির সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত মানুষ কম- বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর এবার প্রযোজকদের সাহায্য করতে বিশেষ সিদ্ধান্ত নিলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)।
আয়ুষ্মান খুরানার বিশেষ সিদ্ধান্ত-
সম্প্রতি বেশ কিছু সূত্র অনুযায়ী জানা গিয়েছে, প্রযোজকদের পাশে দাঁড়াতে নিজের পারিশ্রমিক অনেকটা কমিয়ে দিয়েছেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, একটি ছবির জন্য ২৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন আয়ুষ্মান। কিন্তু প্রযোজকদের বর্তমান পরিস্থিতি দেখে তাদের পাশে দাঁড়াতে নিজের পারিশ্রমিক অনেকটা কমিয়ে দিলেন অভিনেতা। আয়ুষ্মানের ঘনিষ্ঠ সূত্র থেকে বলা হচ্ছে, 'সাইনিং ফি হিসেবে ২৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন আয়ুষ্মান খুরানা। কিন্তু করোনা পরিস্থিতির পর বদলে গিয়েছে প্রযোজকদের আর্থিক অবস্থা। সেই কারণেই নিজের পারিশ্রমিক ১০ কোটি টাকা কমিয়ে দিয়েছেন অভিনেতা। ওই ছবির জন্য তিনি ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।'
আরও পড়ুন - Top Entertainment News Today: একনজরে আজকের সেরা বিনোদনের খবরগুলি
প্রসঙ্গত, শীঘ্রই একাধিক ছবিতে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। সদ্যই বলিউড অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ড্রিম গার্ল টু'-এর টিজার পোস্ট করেছেন। সেখানেই দেখা পাওয়া যাচ্ছে সিক্যুয়েলের নতুন নায়িকার। তিনি আর কেউ নন, এই মুহূর্তে বলিউডে চুটিয়ে কাজ করা অনন্যা পাণ্ডে (Ananya Panday)। আয়ুষ্মান খুরানার বিপরীতে এই ছবিতে দেখা যাবে তাঁকেই। এদিন অভিনেতা টিজার পোস্ট করে লিখেছেন, 'আপনাদের 'ড্রিম গার্ল' ফের আসছেয দেখা করুণ পূজার সঙ্গে ২৯ জুন ২০২৩ ইদের দিন। ড্রিম গার্ল মুক্তি পাবে আগামী বছর ২৯ জুন।'
অন্যদিকে, নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানার আগামী ছবি 'ডক্টর জি'-এর ট্রেলার। একজন অর্থোপেডিক চিকিৎসক, যিনি পরবর্তীকালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হয়ে যাবেন। তাঁর জীবনে কত ওঠাপড়া আসবে, তা নিয়েই তৈরি 'ডক্টর জি' ছবিটি। কমেডির মোড়কে নতুন বিষয়বস্তুকে তুলে ধরার চেষ্টা নির্মাতাদের। প্রসঙ্গত, আয়ুষ্মান খুরানা নানা সময়ই নিজের ছবির মাধ্যমে সমাজের নানা ট্যাবুকে তুলে ধরেন। 'ডক্টর জি'-ও তেমনই একটি বিষয়। নেট দুনিয়ায় এই ছবির ট্রেলার মুক্তি পেতেই তা প্রশংসিত হতে শুরু করে বিভিন্ন মহলে।