নয়াদিল্লি: 'ড্রিম গার্ল ২' (Dream Girl 2) ছবির অপেক্ষায় যাঁরা বসেছিলেন তাঁদের আরও কিছুদিন সেই অপেক্ষা করতে হবে। প্রেক্ষাগৃহে ছবি মুক্তির তারিখ (release date changed) বদল ঘটল। পিছিয়ে গেছে মুক্তির তারিখ। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্মাতাদের তরফে নতুন মুক্তির তারিৎ ঘোষণা করা হয়েছে।


পিছিয়ে গেল 'ড্রিম গার্ল ২' মুক্তির তারিখ


গত ১৩ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে 'ড্রিম গার্ল ২' মুক্তির তারিখ ঘোষণা করা হয়। তখন জানানো হয় আগামী ৭ জুলাই প্রেক্ষাগৃহে আসছেন পূজা। সঙ্গে ট্যাগলাইনও চালু করা হয়, '৭ কো সাথ মে'। 


কিন্তু সোমবার, সকালের দিকে সোশ্যাল মিডিয়ায় ফের একটি পোস্ট করা হয় নির্মাতাদের তরফে। ঘোষণা করা হয় ছবির নতুন মুক্তির তারিখ। এদিন পোস্টে লেখা হয়, 'আমার প্রিয় প্রেমিকেরা, চার বছর পর আবার আপনাদের মনের টেলিফোন রিং রিং করবে। তার জন্য প্রস্তুতিও তো দুর্দান্ত, ধমাকেদার হওয়া উচিত, তাই না? তাই আরও একটু অপেক্ষা করুন ও অনেক ভালবাসা পাঠাতে থাকুন।' সেই পোস্টেই জানানো হয়েছে 'ড্রিম গার্ল ২' এবার মুক্তি পাবে ২৫ অগাস্ট। 


 






শোনা যাচ্ছে, মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার কারণ এই ছবির জন্য বিশাল পরিমাণ ভিএফএক্সের কাজ। সূত্রের খবর, এই ছবির জন্য খুব গুরুত্বপূর্ণ ভিএফএক্সের কাজ। আয়ুষ্মান খুরানা এই ছবিতে পূজা ও করমের চরিত্রে অভিনয় করছেন। 


আরও পড়ুন: Manoj Bajpayee: জন্মদিনে আগামী ছবির নাম ঘোষণা করলেন মনোজ বাজপেয়ী, আসছে 'বন্দা'


ছবির ব্যাপারে প্রযোজনা সংস্থা 'বালাজি টেলিফিল্মস লিমিটেড'-এর তরফে বলা হয়েছে, 'আমরা চাই "ড্রিম গার্ল ২" ছবিতে পূজার চরিত্রে আয়ুষ্মান খুরানাকে নিখুঁত লাগুক এবং সেই কারণে তাঁর মুখের জন্য ভিএফএক্সটাকে পারফেক্ট করতে বেশি সময় নিচ্ছি। আমরা চাই দর্শক যখন ছবিটা দেখবেন তখন শ্রেষ্ঠ অভিজ্ঞতা হোক। ছবির খুব গুরুত্বপূর্ণ অংশ এই ভিএফএক্সের অংশ এবং দর্শকের কাছে উচ্চমানের কাজ পৌঁছে দিতে চাইছি আমরা।'


ছবির একাধিক টিজার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। একাধিক নতুন ছবির প্রচারেও দেখা গেছে 'পূজা'কে। তবে কোথাওই তাঁর মুখ প্রকাশ্যে আসেনি। ছবির মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় দর্শকের মধ্যে প্রত্যাশাও দ্বিগুণ হবে বলেই মনে করছেন নির্মাতারাও। একতা কপূর প্রযোজিত এই সিক্যুয়েল দেখতে উদগ্রীব জনতা। 


'ড্রিম গার্ল ২' ছবিতে আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) সঙ্গে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে (Ananya Panday)। ছবির পরিচালনায় রাজ শাণ্ডিল্য। আশা করা যাচ্ছে বালাজি টেলিফিল্মসের 'ড্রিম গার্ল ২' আরও বেশি মজাদার ও মনোরঞ্জক হবে।