নয়াদিল্লি: তিনি পাত্রী চাইছিলেন। নিজেও বিবাহযোগ্য। কিন্তু উচ্চতা মাত্র ৩ ফুট ২ ইঞ্চি! মনোমত পাত্রীর খোঁজ মিলতেই গানের তালে তুমুল নাচ জুড়লেন আজিম মানসুরি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিও।
উত্তরপ্রদেশের কাইরানার বাসিন্দা আজিম মানসুরি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিয়ের জন্য প্রস্তাব পান তিনি। তারপরেই খুশিতে 'কামসিন জওয়ানি' পা মেলান তিনি। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ভিডিওই। যদিও এখনও পাকা হয়নি আজিমের সম্বন্ধ। কিন্তু সোশ্যল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে তাঁর এই নাচ।
সূত্রের খবর, এই আজিম মানসুরি পেশায় ব্যবসায়ী। প্রসাধনী দ্রব্য ও গয়নার একটি দোকান রয়েছে তাঁর। কিন্তু কিছুতেই নিজের পছন্দ মত পাত্রী খুঁজে পাচ্ছিলেন না তিনি। যথেষ্ট পরিমাণে অর্থ রোজগার করা সত্ত্বেও কেবলমাত্র উচ্চতার জন্যই বাধা আসছিল বিয়েতে। অবশেষে আজিম মানসুরি দ্বারস্থ হন পুলিশের কাছে। তার পরে শুধু উত্তরপ্রদেশ নয়। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসছে তাঁর কাছে।
কেবল পুলিশ নয়, উত্তরপ্রদেশের বাসিন্দা আজিম নাকি যোগী আদিত্যনাথের কাছেও আর্জি জানিয়েছিলেন তাঁর বিয়ের জন্য পাত্রী খুঁজে দেওয়ার। এরপরেই আজিমের কাছে প্রচুর প্রস্তাব এসেছে বিয়ের।