দিল্লি : করোনার সংক্রমণ আরও চোখ রাঙাচ্ছে। এবার মারণ ভাইরাসের সংক্রমণে ভারতীয় দলের ক্রিকেটার অক্ষর প্যাটেল। আইপিএল শুরুর আগে অক্ষরের করোনা ধরা পড়া নিঃসন্দেহে বড় ধাক্কা দিল্লি ক্যাপিটালস শিবিরে। যে খবর স্বীকার করে নেওয়া হয়েছে আইপিএলের দিল্লি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। দিল্লি ক্যাপিটালসের এক সূত্র জানাচ্ছে, 'দুর্ভাগ্যবশত অক্ষর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। রিপোর্ট পাওয়ার পর থেকেই ওঁ আইসোলেশনে রয়েছে, সঙ্গে সমস্ত প্রোটোকল মেনে চলা হচ্ছে।'


৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে চোদ্দতম আইপিএল। ১০ তারিখই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালস। তাঁর আগে অক্ষরের করোনা পজিটিভ হওয়া নিঃসন্দেহে তাদের কাছে বড় ধাক্কা। কিছুদিন আগেই কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান নীতিশ রানার করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। তবে সাম্প্রতিক রিপোর্টে তাঁর রিপোর্ট নেগেটিভ আসার আগে। যার পর কেকেআর শিবিরে যোগ দিয়েছেন দিল্লির ব্যাটসম্যান।


কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন সচিন তেন্ডুলকর। তারপর একে একে ইউসুফ পাঠান, ইরফান পাঠানদেরও করোনার রিপোর্ট পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবারই হাসপাতালে ভর্তি করতে হয়েছে মাস্টার ব্লাস্টারকে।


এমনিতেই গোটা দেশে উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস। ভারতে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। প্রত্যেকদিনই রেকর্ড ভাঙছে আক্রান্তর সংখ্যা।  গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের কাছাকাছি। চলতি বছরে এই প্রথম একদিনে এতটা বাড়ল সংক্রমণ। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। একদিনে ৫০ শতাংশেরও বেশি বাড়ল মৃতের সংখ্যা। সেইসঙ্গে দৈনিক সুস্থতার সংখ্যা কমেছে। 


গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ১২৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮১ হাজার ৪৬৬। মহারাষ্ট্রে  পরিস্থিতি সবচেয়ে খারাপ। গতকাল রাজ্যে আক্রান্তর সংখ্যা ছিল ৪৭,৮২৭।  করোনা সংক্রমণ শুরুর পর রাজ্যে দৈনিক আক্রান্তর সংখ্যা সবচেয়ে বেশি। মৃতের সংখ্যা ২০২। মুম্বইয়ে দৈনিক আক্রান্তর সংখ্যা গতকাল ছিল ৮,৮৪৪।