মুম্বই ও নয়াদিল্লি:  শুক্রবারই সুপ্রিম কোর্ট নির্ভয়াকাণ্ডের দোষী সাব্যস্তদের ফাঁসির নির্দেশ বহাল রাখার রায় জানায়। এরপরই গোটা দেশ কার্যত জ্যোতির মা-বাবার পাশে দাঁড়িয়ে তাঁদের সমর্থন জানান। ব্যতিক্রম হয়নি বলিউডও।

দেশের শীর্ষ আদালত ২০১২ সালের গণধর্ষণকাণ্ডের দোষী সাব্যস্তদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের নির্দেশ বহাল রাখায় উচ্ছ্বসিত বলিউডও। টুইটারে তাঁরা তাঁদের প্রতিক্রিয়াও জানিয়েছেন।

প্রিয়ঙ্কা চোপড়া তাঁর টুইটার অ্যাকাউন্টে রায়ের কথা উল্লেখ করে এক হৃদয় ছুঁয়ে যাওয়া নোট লিখেছেন। তিনি যে ভারতের বিচারব্যবস্থা সম্পর্কে গর্বিত সেকথাও লেখেন টুইট করে। এই সেই লেখা





অভিনেতা ঋষি কপূর যিনি চাঁচাছোলা কথা বলার জন্যে বিখ্যাত, তিনি দোষীদের প্রকাশ্যে ফাঁসির দাবিও জানিয়েছেন। ঋষির দাবি, এধরনের ঘৃণ্য, জঘন্য কাজ যারা করার কথা ভাববে, তাদের কাছে এই শাস্তি যেন একটা উদাহরণ হয়ে থাকে।

 



তরুণ প্রজন্মের অভিনেতা বরুণ ধওয়ানের দাবি, মৃত্যুদণ্ডও এইধরনের অপরাধীদের জন্যে যথেষ্ট নয়। তবে এই সাজাও যেন অন্য অপরাধীদের কাছে উদাহরণ হিসেবে থাকে।

 


এবিষয়ে পিঙ্ক খ্যাত অভিনেত্রী তাপস্বী পান্নু টুইট করেছেন

 



অভিনেত্রী রবিনা টন্ডন জ্যোতির আত্মার শান্তি কামনা করেছেন।

 


২০১২ সালের ১৬ ডিসেম্বর চলন্ত বাসে ধর্ষণ করা হয় জ্যোতি নামের ফিজিওথেরাপির এই ইন্টার্নকে। তাঁর সঙ্গে সেই সময় বাসে ছিলেন তাঁর সঙ্গীও। তাঁকে ধর্ষণের পর শরীরে লোহার রড ঢুকিয়ে দেয় অপরাধীরা। এরফলে শরীরের বিভিন্ন অংশও বেরিয়ে আসে।