বগুলা: গতকাল নদিয়ার বগুলা বাজারে পাঁচজনের চোখের সামনে খুন করা হল তৃণমূল নেতা দুলাল বিশ্বাসকে। পার্টি অফিসে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে বগুলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ও তৃণমূল হাঁসখালি ব্লকের সভাপতি দুলালবাবুকে খুন করে দুষ্কৃতীরা। পরিস্থিতি দেখতে আজ বগুলা যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তদন্তকারীরা নিশ্চিত, ওই তৃণমূল নেতাই দুষ্কৃতীদের টার্গেট ছিলেন। স্থানীয় রেললাইনের পাশে পড়ে থাকা একটি কালো ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র। এছাড়া পাওয়া গিয়েছে দোনলা বন্দুক ও গুলি।
দুষ্কৃতীরা খুনের পর রেললাইনের দিকে গিয়েছিল এ সম্পর্কে নিশ্চিত হওয়া গেলেও তারা শেষপর্যন্ত কীভাবে চম্পট দেয়, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
তৃণমূল অভিযোগ করেছে, এই খুনে বিজেপি-সিপিএমের চক্রান্ত রয়েছে। যদিও দুটি দলই অস্বীকার করেছে অভিযোগ। সিআইডিকে এই খুনের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশের হাতে নয়া তথ্য উঠে এসেছে। তারা জানতে পেরেছে, খুনের আগে এলাকা রেকি করে দুষ্কৃতীরা।
নদিয়ার বগুলায় তৃণমূল নেতা খুন, তদন্তভার সিআইডিকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Apr 2017 09:17 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -