মুম্বই: তিনি মুসলমান নন। অথচ প্রতিদিন লাউডস্পিকারে আজানের শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। এ নিয়ে টুইটারে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন গায়ক সোনু নিগম। তাঁর প্রশ্ন, কবে এ দেশে অন্যের ওপর নিজের ধর্ম জোর করে চাপিয়ে দেওয়া বন্ধ হবে।


সোনুর ফের টুইট, মহম্মদ যখন ইসলাম সৃষ্টি করেন, তখন তো বিদ্যুৎ ছিল না। টমাস আলভা এডিসনের পর থেকেই এই হইচই শুরু হল কেন?


পরে অবশ্য এ নিয়ে বিতর্ক হতে পারে বুঝতে পেরে ফের আর একটি টুইট করেন সোনু। তাতে লেখেন, মন্দির, গুরুদ্বারেরও উচিত নয় ভোরবেলা আলো জ্বালিয়ে লোকের ঘুম ভাঙানো। তাহলে কেন এমন হচ্ছে? কেন?