মুম্বই : 'বাগী ২' সিনেমার অসাধারণ সাফল্যে জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফকে তাঁর বলিউড সমসাময়িকদের মধ্যে সবচেয়ে বড় সুপারস্টার তকমা কোনও কোনও মহল থেকে দেওয়া শুরু হয়েছে। তবে জ্যাকি-পুত্র যে কালে কালে সুপারস্টার হয়ে উঠবেন, এমন ভবিষ্যতবাণী অনেকদিন আগেই করেছিলেন এক জ্যোতিষী। আসলে টাইগারের অভিষেক সিনেমার সময়েই ওই ভবিষ্যতবাণী করা হয়েছিল।
সিনেমা মুক্তির প্রথম সপ্তাহান্তের দিনগুলিতে বক্স অফিসে সাফল্যের নিরিখে রেকর্ড গড়েছে বাগী ২। মুক্তির প্রথম দিনেই ভারতের বক্সঅফিসে ২৫.১০ কোটি টাকার ব্যবসা করে সবাইকে তাল লাগিয়ে দিয়েছে এই সিনেমা। প্রথম সপ্তাহান্তে বাগী ২-র রোজগার প্রায় ৭৩ কোটি টাকার বেশি। প্রথম তিনদিনেই প্রায় ১০০ কোটি টাকার অঙ্ক ছুঁয়ে ফেলেছে বাগী ২।
আর এই সাফল্যের নিরিখে টাইগার তাঁর সমসাময়িক বলিউড তারকাদের পিছনে ফেলে দিয়েছেন। বর্তমান প্রজন্মের র সবচেয়ে জনপ্রিয় ও সফল অভিনেতারা হলেন বরুণ ধবন, সিদ্ধার্থ মালহোত্র এবং অর্জুন কপূর।
রণবীর সিংহ ও রণবীর কপূর কিছুটা অভিজ্ঞ হলেও তাঁদেরকেও নয়া প্রজন্মের সফল অভিনেতাদের তালিকায় রাখা যায়।
মুক্তির প্রথম দিনের ব্যবসায়িক সাফল্যের নিরিখে ওই তারকাদের পিছনে ফেলেছেন টাইগার। রণবীর সিংহর পদ্মাবতীর প্রথমদিনের সংগ্রহ ছিল ১৯ কোটি টাকা। রণবীর কপূরের বেশরম সিনেমার সংগ্রহ ছিল ২১ কোটি টাকা। বরুণের জুড়ওয়া ২-র ১৬.১০ কোটি টাকা এবং অর্জুনের গুণ্ডে-র ১৬.১২ কোটি টাকা ও সিদ্ধার্থর এক ভিলেন-এর ছিল ১৬.৭২ কোটি টাকা।
টাইগারের এই সাফল্যের মধ্যেই গ্রিনস্টোন লোবো নামে জ্যোতিষীর ২০১৪ সালে করা ভবিষ্যতবাণীর বিষয়টি সামনে এসেছে।
হিরোপন্তী-র মুক্তির সময় লোবো একটি ফেসবুক পোস্টে বলেছিলেন, টাইগার পরবর্তী সুপারস্টার হতে চলেছেন। চার বছর আগেই সেই পোস্ট ট্যুইটারের মাধ্যমে শেয়ার করেছেন লোবো।




জন্মের বছর অনুযায়ী ভাগ্য তারকার কথা বলতে গিয়ে লোবো দিলীপ কুমার, দেব আনন্দ, রাজ কপূর, রাজেশ খন্না, জীতেন্দ্র এবং অমিতাভ বচ্চনের কথা উল্লেখ করেছেন।