নয়াদিল্লি: ম্যাচ জিততে গেলে, ধরতে হবে ক্যাচ। ক্রিকেটে এটা অন্যতম গুরুত্বপূর্ণ তত্ত্ব। ক্রিকেটের মাঠে বেশ কয়েকবার এমন কিছু ক্যাচ দেখা গিয়েছে, যা দর্শকদের রোমাঞ্চিত করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোহানেসবার্গে চলতি টেস্টে প্রথম ইনিংসে এমনই একটা অবিশ্বাস্য ক্যাচ ধরেছেন দক্ষিণ আফ্রিকার ডিন এলগার। কেউ কেউ তো এই ক্যাচকে শতাব্দীর সেরা বলে মন্তব্য করেছেন। এলগার পিছন দিকে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনের ক্যাচটি তালুবন্দী করেন। দু দলের চলতি সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিন অজি অধিনায়ক কাগিসো রাবাডার একটি বলে শট মারেন। বল মিড অফের দিকে চলে যায়। প্রোটিয়া ওপেনার অনেকটা ঝাঁপিয়ে অবিশ্বাস্য ক্যাচটি ধরেন।
ক্রিকেট বিশেষজ্ঞরা এই ক্যাচের প্রশংসায় পঞ্চমুখ।




এই টেস্টেও লাগাম নিজেদের হাতে দক্ষিণ আফ্রিকার। প্রথমে ব্যাট করে তারা তোলে ৪৮৮ রান। জবাবে ২৮৮ রান করে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। সিরিজে ইতিমধ্যেই ১-২ পিছিয়ে অস্ট্রেলিয়া। দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও পেইন আঙুলে চোট নিয়ে ৬২ রানের লড়াকু ইনিংস খেলেন।