নয়াদিল্লি: আগামী অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দিনরাতের টেস্ট খেলার কথা ভারতের। কিন্তু, গোলাপী বলে ম্যাচ খেলার বিষয়ে এখনও নিশ্চিত হতে পারছে না বিরাট-ব্রিগেড।


বিসিসিআই সূত্রের খবর, কোচ রবি শাস্ত্রীর সঙ্গে এই ইস্যুতে আলোচনা করেছেন অধিনায়ক বিরাট কোহলি। জানা গিয়েছে, আইপিএল উদ্বোধনের আগেই বিনোদ রাইয়ের নেতৃত্বাধীন বোর্ডের প্রশাসক কমিটির সঙ্গে আরেক দফা বৈঠক করতে পারেন কোহলি-শাস্ত্রীরা।


ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরির নেতৃত্বাধীন বোর্ডের পুরনো প্রশাসকরা ক্রিকেটপ্রমীদের সুবিধার্থে দিন-রাতের ম্যাচ আয়োজনের পক্ষপাতী হলেও, এখনই ইচ্ছুক নয় টিম ম্যানেজমেন্ট।


অনিচ্ছার স্বপক্ষে টিম ম্যানেজমেন্টের যুক্তি, কোকাবুরা গোলাপী বলে এখনও পর্যন্ত অনুশীলনের সুযোগ পাননি ক্রিকেটাররা। এমনকী, বিনোদ রাই-ও মনে করেন, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ক্রিকেটারদের সঙ্গে কথা বলা প্রয়োজন।


বিসিসিআই সূত্রের খবর, কোচ শাস্ত্রী ইতিমধ্যেই দিনরাতের টেস্ট খেলার বিষয়ে বোর্ড সচিবকে তাঁর লিখিত সম্মতি দিয়ে দিয়েছেন। তবে, কৃত্রিম আলোর নীচে টেস্ট খেলা নিয়ে কোহলি এখনও নিশ্চিত হতে পারছেন না।


সাধারণত, দিনরাতের টেস্টের ক্ষেত্রে, প্রায় দেড়খানা সেশন কৃত্রিম আলোর নীচে হয়ে থাকে। জানা গিয়েছে, বোর্ডকে লেখা চিঠিতে শাস্ত্রী সুপারিশ করেছেন, দিনের একটা সেশন কৃত্রিম আলোর নীচে হোক। কিন্তু, কোহলি বুঝতে পারছেন না, দিনের খেলার কতটা অংশ আলোর নীচে হবে।


উপর্যুপরি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দিনরাতের ম্যাচ খেললে, অস্ট্রেলিয়াও চাইবে ভারতের সঙ্গে দিনরাতের ম্যাচ খেলতে। প্রসঙ্গত, চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ভারতের। কোহলি চাইছেন না, ঠিকঠাক অনুশীলন ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে গোলাপী বলে খেলতে।