মুম্বই: মুক্তির প্রথম দিনেই ভালরকম হিটের প্রতিশ্রুতি রাখল টাইগার শ্রফ ও দিশা পাটানির ‘বাগি ২’। শুধু গতকালই ছবিটি ২৫.১০ কোটি টাকার ব্যবসা করেছে।
২০১৬-য় মুক্তি পাওয়া ছবি ‘বাগি’-র সিকোয়েল এই ‘বাগি ২’। টাইগার-দিশা ছাড়াও এতে রয়েছেন মনোজ বাজপেয়ী, রণদীপ হুডা, প্রতীক বব্বর ও দীপক দোব্রিয়াল। আজ গুড ফ্রাইডের ছুটি থাকায় ছবিটির বক্স অফিসে ঝনঝনানি অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।
‘বাগি ২’ পরিচালনা করেছেন আহমেদ খান। প্রযোজনায় ফক্স স্টার স্টুডিওজ ও সাজিদ নাদিয়াদওয়ালা।
প্রথম দিনেই ২৫.১০ কোটি টাকার ব্যবসা করল টাইগার শ্রফের ‘বাগি ২’
ABP Ananda, Web Desk
Updated at:
31 Mar 2018 03:40 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -