বেজিং: ২০১৭ সালে ভারতে যে ছবিগুলি মুক্তি পেয়েছিল, সেগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়েছিল এস এস রাজামৌলির বাহুবলী ২। জাপান, রাশিয়ার মতো দেশগুলিতেও মুক্তি পায় এই ছবি। এবার চিনেও মুক্তি পেল বাহুবলী ২। আর মুক্তি পাওয়ার পরেই এল সাফল্য। প্রথম দিনই ২.৪৩ মিলিয়ন ডলারের ব্যবসা করল এই ছবি। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬.২৪ কোটি টাকা।

চলচ্চিত্র বিশেষজ্ঞ তরণ আদর্শ ট্যুইটারে লিখেছেন, ‘বাহুবলী ২ চিনে মুক্তি পাওয়ার পরেই খুব ভাল ব্যবসা করছে। ভারতীয় ছবিগুলির মধ্যে প্রথম দিনের ব্যবসার ক্ষেত্রে তিন নম্বরে আছে বাহুবলী ২। এক্ষেত্রে এক নম্বরে সিক্রেট সুপারস্টার এবং দ্বিতীয় স্থানে হিন্দি মিডিয়াম। তবে প্রথম দিন বজরঙ্গী ভাইজানের চেয়ে ভাল ব্যবসা করেছে বাহুবলী ২।’



সম্প্রতি চিনে বেশ কয়েকটি ভারতীয় ছবি মুক্তি পেয়েছে। সিক্রেট সুপারস্টার, হিন্দি মিডিয়াম ছাড়াও পিকে, দঙ্গলও ভাল ব্যবসা করেছে। বাহুবলী ২ যেভাবে শুরু করেছে, তাতে দারুণ ব্যবসা করবে বলেই আশা চলচ্চিত্র বিশেষজ্ঞদের।