চেন্নাই ও মুম্বই: ইতিহাসের পাতায় ‘বাহুবলি ২: দ্য কনক্লুশান’। প্রথম ভারতীয় সিনেমা হিসেবে এক হাজার কোটির ক্লাবে প্রবেশ করল এস এস রাজামৌলি নির্দেশিত এই ছবি।


মাত্র ১০ দিন হয়েছে ছবিটি মুক্তি পেয়েছে। খবরে প্রকাশ, এর মধ্যেই দেশের বাজারে ‘বাহুবলি ২’ ৮০০ কোটি টাকা আয় করেছে। একইসঙ্গে, বিদেশের বাজারেও ২০০ কোটি টাকা আয় করেছে ছবিটি।


[embed]https://twitter.com/karanjohar/status/861099260971962371[/embed]

হলিউড রিপোর্টারের খবর অনুযায়ী, ‘বাহুবলি ২’ দেশের বাজারে শনিবার পর্যন্ত প্রায় ৮৪২ কোটি টাকা কামিয়েছে। এতদিন এই রেকর্ডের অধিকারী ছিল ‘পিকে’। ২০১৪ সালে আমির খান অভিনীত ছবিটি ৭৯১ কোটি কামিয়েছিল।


অন্যদিকে, কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই এখনও পর্যন্ত প্রায় ৮৪ কোটি কামিয়েছে ‘বাহুবলি ২’। এর আগে এই রেকর্ডের অধিকারী ছিল আমির খানের আরেক ছবি ‘দঙ্গল’। সেখানে ছবিটি প্রায় ৮০ কোটি কামিয়েছিল।


[embed]https://twitter.com/Cine_Writers/status/861126520181600256[/embed]

এই প্রেক্ষিতে রাজামৌলির ভূয়সী প্রশংসা প্রভাস, যিনি করেছেন ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। একটি সোশ্যাল সাইটে তিনি সকল ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন।


মার্কিন মুলুকে শুধু ভিনভাষী ছবি নয়, খোদ হলিউড ছবিকে টেক্কা দিয়েছে ‘বাহুবলি ২’। খবরে প্রকাশ, টম হ্যঙ্কস অভিনীত থ্রিলার ‘দ্য সার্কল’ ছবিকে হঠিয়ে মার্কিন বক্স-অফিসে তিন নম্বর স্থানে উঠে এসেছে ‘বাহুবলি ২’।



প্রসঙ্গত, এস এস রাজামৌলি পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগ্গুবতী, অনুষ্কা শেট্টি, তমন্না ভাটিয়া, রাম্য রাজন ও সত্যরাজ। ছবিটি বিশ্বের প্রায় ৯ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে।