মুম্বই: ‘বাহুবলী-২’ পর্দায় মুক্তির পর থেকেই সিনেমার ইতিহাসে একের পর এক রেকর্ড ভেঙেছে। তৈরি হয়েছে নয়া ইতিহাস। কিন্তু এসএস রাজামৌলি পরিচালিত এই ছবির একটি রেকর্ড এখনও অধরা।


এখনও পর্যন্ত সবচেয়ে বিগ বাজেটের ছবি তৈরি করেছেন রাজামৌলি। মুক্তির পর সপ্তাহশেষে বক্স অফিস কালেকশনের নিরিখেও ছবিটি ভেঙে দিয়েছে আমির-সলমনের রেকর্ড। মুক্তির পর প্রথম শনি-রবিবার ‘বাহুবলী- ২’র বক্স অফিস কালেকশন ৫৪০ কোটি টাকা। সেই হিসেবে ‘বাহুবলী ২’ সলমন-আমিরের রেকর্ড ভেঙে দিলেও শাহরুখ খানের রেকর্ড এখনও ছুঁতে পারেনি। মুক্তির পর প্রথম দিনেই ৪১ কোটি বক্স অফিস থেকে আয় করে ‘বাহুবলী-২’। সেখানে সলমনের ছবি ‘সুলতান’-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন দাঁড়িয়ে ছিল ৩৬.৫৪ কোটি টাকা এবং আমিরের ‘দঙ্গল’-এর আয় ২৯.৭৮ কোটি। কিন্তু ‘বাহুবলী-২’ শাহরুখের ‘হ্যাপি নিউ ইয়ার’কে হারাতে পারেনি। মুক্তির প্রথম দিনেই ৪৫ কোটি টাকা আয় করেছিল শাহরুখের ছবি।

আন্তর্জাতিক বাজারেও ভাল ব্যবসা করছে রাজামৌলির ছবি। মার্কিন মুলুকে ভিন ডিজেলের ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস ৮’ এবং ‘হিসপ্যানিক কমেডি’র পরই তিন নম্বরে রয়েছে ‘বাহুবলী-২’। এখন দেখার অপেক্ষা সামনে আর কত রেকর্ড ভাঙে ছবিটি।