ধোনির সাফল্যের ছকে হেঁটেই আইপিলে প্রথম সেঞ্চুরি স্টোকসের
ABP Ananda, web desk | 02 May 2017 12:06 PM (IST)
পুনে: মহেন্দ্র সিংহ ধোনিকে অন্যতম সেরা ফিনিসার বলা হয়। এর কারণ, সংকটের সময় ক্রিজে নেমে মাথা ঠাণ্ডা রেখে শেষপর্যন্ত ম্যাচ টেনে নিয়ে গিয়ে জয় হাসিল করা। বিভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে বিভিন্ন পরিস্থিতি এই কাজ করে দেখিয়েছেন তিনি। ধোনির খেলা খুঁটিয়ে দেখলেই বোঝা যায় যে রান তাড়া করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট ধারা তাঁর রয়েছে। পরিস্থিতি অনুসারে সেইমতো ব্যাটিং করা এবং ম্যাচের একেবারে শেষে চূড়ান্ত আক্রমণ। এইভাবেই বছরের পর বছর প্রতিপক্ষকে পর্যুদস্ত করেছেন ধোনি। গত বছর ভারতের একদিনের দলের অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। তাঁকে এবার আইপিএলে পুনে সুপার জায়েন্টসের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। এবারের আইপিএলের শুরুতেই সেভাবে জ্বলে ওঠেনি মাহির ব্যাট। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফিনিসার ধোনির কামব্যাক সমালোচকদের চুপ করিয়ে দিয়েছে। গতকাল গুজরাত লায়ন্সের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে কঠিন পরিস্থিতিতে পড়েও শেষপর্যন্ত জয়ী হল পুনে। এবার ধোনির সাফল্যের পথে হেঁটেই দলকে জয়ের রাস্তা দেখালেন ইংরেজ ব্যাটসম্যান বেন স্টোকস। সুরেশ রায়নার দলের জয়ের জন্য ১৬১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে একটা সময় ৪২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল পুনে। এরপর দলের হাল ধরেন স্টোকস ও মাহি। শেষপর্যন্ত ৬৩ বলে ১০৩ রানের দুরন্ত ইনিংস খেলেন এবারের আইপিএলে সবচেয়ে দামী রিক্রট স্টোকস। সাতটি চার ও ছয়টি বাউন্ডারি দিয়ে সাজানো ছিল তাঁর এই তুফানি ইনিংস। টি-২০ ক্রিকেটে তাঁর এটিই প্রথম সেঞ্চুরি। মাহির সঙ্গে পঞ্চম উইকেটে গুরুত্বপূর্ণ ৬৪ বলে ৭৬ রান যোগ করে ইনিংস সামলান স্টোকস। কিন্তু থাম্পির বলে ২৬ রান করে আউট হয়ে যান ধোনি। শেষপর্যন্ত ড্যানিয়েল ক্রিস্টিয়ানের সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে দলের জয় নিশ্চিত করেন স্টোকস। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চতুর্থ স্থানে উঠে এল পুনে। ম্যাচের পর স্টোকস জানিয়েছে, কীভাবে ক্রিজে তাঁরা গুজরাতের আক্রমণ সামলানোর পরিকল্পনা করেছিলেন। তিনি বলেছেন, খুব তাড়াতাড়ি কয়েকটা উইকেট পড়ে গিয়েছিল। আমি ও ধোনি ক্রিজে টিকে থাকার চেষ্টা করছিলাম। আমরা প্রথমটা আক্রমণে যাই। তারপর প্রতি ওভার অনুসারে খেলতে থাকি। অর্থাত্, ধোনির শেষদিকে ঝড় তোলার কৌশল রপ্ত করেই বাজিমাত করলেন স্টোকস।