কলকাতা: সবেমাত্র মুক্তি পেয়েছে অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee) পরিচালিত 'বাবা, বেবি ও...' ("Baba, Baby, O...") ছবির ট্রেলার। ইউটিউবে ট্রেন্ডিং। অন্যধারার এই প্রেমের গল্পের ট্রেলারই মন জয় করেছে দর্শকদের। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) প্রযোজিত ছবিটির মুখ্য ভূমিকায় রয়েছেন যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta) ও শোলাঙ্কি রায় (Solanki Roy)। তবে ছবির ট্রেলার কেবল বাংলার দর্শকের নয়, মন ছুঁয়েছে বলিউড তারকারও।
ছবির ট্রেলার শেয়ার যীশু সেনগুপ্ত ও 'বাবা, বেবি ও...'-র গোটা টিমকে শুভেচ্ছা জানালেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan)। নিজের ট্যুইটার হ্যান্ডলে মিষ্টি একটি ক্যাপশন লিখলেন বিদ্যা।
ছবির ট্রেলারের লিঙ্ক ট্যুইট করে বলিউড তারকা লেখেন, 'যীশু, আমি নিশ্চিত এই ছবি আবার দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনবে... শুভ কামনা ও অনেক আদর।' সেই সঙ্গে দুই লাইন বাংলা হরফেও লেখেন অভিনেত্রী। 'প্রেম আছে, মজাও আছে সাথে মিষ্টি গান...
বাবা, বেবি ও মানেই হাসি-মজা আর ফান' (অপরিবর্তিত)।
বলিউড অভিনেত্রীর এই শুভেচ্ছায় আপ্লুত ছবির পরিচালক। নিজের ফেসবুক হ্যান্ডলে সেই স্ক্রিনশট পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অরিত্র। প্রসঙ্গত 'শকুন্তলা দেবী' ছবিতে বিদ্যা বালানের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত।
তবে এই প্রথম নয়। ২৩ জানুয়ারি, অর্থাৎ গতকাল মুক্তি পায় 'বাবা, বেবি ও...' ছবির ট্রেলার। 'বন্ধু যীশু'-র জন্য গতকালই শুভেচ্ছা আসে দক্ষিণ ভারত থেকে। দক্ষিণী তারকা চিরঞ্জীবী এই ছবির জন্য শুভেচ্ছা জানান যীশুকে।
এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন শোলাঙ্কি। ট্রেলারের শুরু হয় যীশু ওরফে মেঘ রোদ্দুর চট্টোপাধ্যায় ও তাঁর দুই সন্তানকে নিয়ে। সারোগেসি পদ্ধতিতে দুই সন্তানের বাবা মেঘ। কিন্তু বিয়ে করবেন না তিনি। 'সিঙ্গল ফাদার' মেঘ যখন দুই একরত্তিকে সামলাতে হিমশিম, তখন তাঁর আলাপ হয় বৃষ্টির সঙ্গে। বছর ৪০-এর মেঘ প্রেমে পড়ে ২০-র যুবতীর। অথচ বৃষ্টির জীবনে রয়েছে অন্য মানুষ!
আরও পড়ুন: Vamika Update: বিরাটের হাফসেঞ্চুরি হতেই ভাইরাল ছোট্ট ভামিকার ছবি, ক্ষুব্ধ বিরুষ্কা অনুরাগীরা
কেবল যীশু বা শোলাঙ্কি নয়, ছবিতে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee), মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak Banerjee), রেশমী সেন (Reshmi Sen), বিদিপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty), রজত গঙ্গোপাধ্যায়রা (Rajat Ganguly)। ছবির কাহিনি ও চিত্রনাট্য জিনিয়া সেনের। ছবির সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।