নয়াদিল্লি: করোনার আবহে একের পর এক ছবির মুক্তি পিছিয়ে যায়। তবে ২৫ ফেব্রুয়ারি ফের প্রেক্ষাগৃহে আসছে বহুপ্রতীক্ষিত বিভিন্ন বলিউড ছবি। শুরু হচ্ছে সঞ্জয় লীলা ভনশালি (Sanjay Leela Bhansali) পরিচালিত ও আলিয়া ভট্ট ও অজয় দেবগণ (Alia Bhatt and Ajay Devgn) অভিনীত 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) দিয়ে। এরপর আসবে নাগরাজ মঞ্জুলে পরিচালিত ও অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) অভিনীত 'ঝুন্ড' (Jhund) ও প্রভাসের 'রাধে শ্যাম' (Prabhas starrer Radhe Shyam)। ছবিগুলি মুক্তি পাওয়ার কথা ১১ মার্চ। দর্শক আগামী তিন সপ্তাহ জুড়ে বিভিন্ন ধরনের বিষয়বস্তু নিয়ে তৈরি ছবি দেখতে পাবেন। তবে ১৮ মার্চ থেকে অ্যাকশন ছবির ঘনঘটা হতে চলেছে।
অক্ষয় কুমার তাঁর বহু প্রতীক্ষিত মাল্টি-জনার ছবি, 'বচ্চন পান্ডে' (Bachchhan Paandey) দিয়ে খাতা খুলবেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। তাতেই ছবি যে অ্যাকশন, ড্রামা, ইমোশন, রোম্যান্স ও কমেডির জবরদস্ত মিশেল হবে তা বেশ বোঝা যাচ্ছে। এরপর তালিকায় রয়েছে এস এস রাজামৌলি পরিচালিত 'আর আর আর' (RRR)। অভিনয়ে দেখা যাবে জুনিয়র এনটিআর ও রাম চরণকে। এই ছবিতেও রয়েছেন আলিয়া ও অজয়।
'আর আর আর' মুক্তির ঠিক এক সপ্তাহ পরেই প্রেক্ষাগৃহে আসছে জন আব্রাহামের অ্যাকশন থ্রিলার 'অ্যাটাক' (Attack)। এই ছবি বক্স অফিসে দুই সপ্তাহ কাটানোর পর আসতে চলেছে 'লার্জার দ্যান লাইফ' ইয়শ অভিনীত 'কেজিএফ ২' (KGF 2)। সেখানে অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে।
এপ্রিলের শেষে মুক্তি পেতে চলেছে টাইগার শ্রফের 'হিরোপন্থি ২' (Heropanti 2)। ফের একবার তাঁকে অ্যাকশন ও হিরোইজমে ভরপুর এক চরিত্রে দেখা যাবে। 'সিঙ্গল স্ক্রিন' মালিকদের জন্য এই অবিরাম চলচ্চিত্রের প্রবাহ একটি দুর্দান্ত খবর কারণ অ্যাকশন এমন একটি ধারা যা জনগণের মধ্যে বেশ জনপ্রিয়।
আরও পড়ুন: Project K: 'স্বপ্ন সত্যি হল,' অমিতাভ বচ্চনের সঙ্গে প্রথম শট শেষে পোস্ট প্রভাসের
অ্যাকশন ঘরানার ছবির ভিড়ের মধ্যে রয়েছে শাহিদ কপূরের স্পোর্টস ড্রামা, 'জার্সি'। আরও একটি ব্যতিক্রমী ছবি, 'রানওয়ে ৩৪'-এ দেখা যাবে অজয় দেবগণ, অমিতাভ বচ্চন, বোমান ইরানি এবং রকুল প্রীত সিংহকে।