কলকাতা: মুক্তির পরে বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে এই ছবি। প্রভূত ক্ষতির মুখে পড়েছেন বিগ বাজেট এই ছবির প্রযোজক। ছবিটি হল, 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' (Bade Miyan Chote Miyan)। কিন্তু ভারতে এই ছবি না চললেও, পাশ্ববর্তী দেশ পাকিস্তানে সুপারহিট অক্ষয় কুমার (Akshay Kumar), টাইগার শ্রফের (Tiger Shroff)-র এই ছবি!


৩৫০ কোটি বাজেটের এই ছবি, বক্সঅফিসে ব্যবসা করেছে মাত্র ১১০ কোটির! এই সিনেমার সঙ্গেই মুক্তি পেয়েছিল অজয় দেবগণ (Ajay Devgan)-এর ছবি 'ময়দান'। মুক্তির প্রথম সপ্তাহে মুখ থুবড়ে পড়লেও, দ্বিতীয় সপ্তাহে সামান্য ব্যবসা বেড়েছিল এই ছবির। তবে ক্ষতিপূরণ করতে পারেনি। অক্ষয় কুমারের গত কয়েকটি ছবি বক্সঅফিসে লাভের মুখ দেখেনি। আর তাঁর সেই ফ্লপ ছবির তালিকায় আরও একটি তালিকা যোগ করেছিল এই ছবিটি। 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'। 


এই ছবিটি ইতিমধ্যেই চলে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix)-এ। আর সেখানেই এই ছবি এখন ট্রেন্ড করছে, সবচেয়ে বেশি দেখা, সেরা দশটি ছবির মধ্যে। হিসেব করলে দেখা যায়, জুন মাসের ১৬ থেকে ২৩ তারিখ পর্যন্ত যে ছবিগুলো পাকিস্তানে সবচেয়ে বেশি দেখা হয়েছে, তারমধ্যে অন্যতম অক্ষয় কুমারের 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'


এই প্রথম নয়, এর আগেও একাধিক ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরে ব্যবসা করতে পারেনি। তবে ওটিটির যুগে সেই একই ছবি দুর্দান্ত ব্যবসা করেছে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরেই। সেই তালিকায় নাম রয়েছে 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'। প্রসঙ্গত, শুধু পাকিস্তান বললে ভুল হবে, নেটফ্লিক্সেও এই ছবি ভারতে ইতিমধ্যেই দেখে ফেলেছেন কয়েক হাজার দর্শক।


আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা গেল অক্ষয়কুমার (Akshay Kumar) ও টাইগার শ্রফকে (Tiger Shroff)। এই ছবিটি দীর্ঘদিন আগেই তৈরি হয়েছিল বলিউডে। ২০২৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি রিমেক। তবে হিট ছবির রিমেক যে সবসময় হিট হয় না, সেই কথা যেন বুঝিয়ে দিয়েছিল 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'। কিন্তু অবাক ব্যাপার, বিগ বাজেট এই ছবি ভারতের মানুষদের পছন্দ না হলেও, মনে ধরেছে পাকিস্তানের মানুষদের।


 


আরও পড়ুন: Anirban Bhattacharya: অনির্বাণের কন্ঠে 'তোমার আমার গল্প', এবার নতুন ভূমিকায় পরিচালক-অভিনেতা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।