মুম্বই: ছবির পোস্টারেই কিছুটা স্পষ্ট হয়েছিল বিষয়বস্তু। মজার মোড়কে নতুন গল্প শোনাতে আসছে ভূমি পেডনেকর (Bhumi Pednekar) ও রাজকুমার রাওয়ের (RajKummar Rao) নতুন ছবি 'বধাই দো' ((Badhaai Do)  ইতিমধ্যেই নেটদুনিয়ার দর্শক মজেছেন নতুন ছবির ট্রেলারে।


আগে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ৪ ফেব্রুয়ারী। কিন্তু ৪ নয়, ভালোবাসার সপ্তাহে মুক্তি পাবে এই ছবি। চলতি বছরের ১১ ফেব্রুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে  হর্ষবর্ধন কুলকর্নি পরিচালিত 'বধাই দো'। এই ছবিটি একটি সিকুয়্যাল। আয়ুষ্মান খুরানা-সানিয়া মলহোত্র অভিনীত 'বধাই হো' ছবির দ্বিতীয় ভাগ এই 'বধাই দো' ছবিটি। আগের ছবিতে নীনা গুপ্ত ও গজরাজ রাও ছিলেন অন্যতম মুখ্য চরিত্রে। 


আরও পড়ুন: আচমকা কেন 'জি লে জারা' ছবি থেকে সরে গেলেন প্রিয়ঙ্কা?


সদ্য মুক্তি পাওয়া মিনিট ৩-এর ঝলকেই স্পষ্ট গোটা ছবি ভালই মনোরঞ্জন করতে চলেছে দর্শকের। তবে কমেডি, ড্রামা, মাজা, রোম্যান্সের সঙ্গে যে একটা গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা থাকবে তা বলাই বাহুল্য।


সোমবারই ঘোষণা হয়েছিল যে আজ অর্থাৎ মঙ্গলবার মুক্তি পাবে ছবির ট্রেলার। এদিন ট্রেলার মুক্তি পেতে বেশ আকর্ষণীয় এক গল্পের সন্ধান পেলেন দর্শকেরা। ছবিটির কেন্দ্রে এক মধ্য-বয়সী দম্পতি। অভিনয়ে রাজকুমার ও ভূমি। যাঁরা উভয়েই সমকামী কিন্তু সমাজে সেই কথা প্রকাশ যাতে না পায় তাই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সম্মত হয়েছেন। 


ছবিতে রাজকুমার রাও একজন পুলিশ অফিসার ও ভূমি পেডনেকর একজন পিটি শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন। এরপর শার্দুল ঠাকুর (রাজকুমার) এবং সুমন সিংহের (ভূমি) মধ্যে যা ঘটে, তা হল গোপনীয়তা, ড্রামা এবং কমেডির ট্যুইস্ট।


ইনস্টাগ্রামে ট্রেলার শেয়ার করে রাজকুমার লেখেন, 'এটি সেই ধরনের একটি ছবি যা আমাদের কাছে আসে, মন ছুঁয়ে যায় এবং কীভাবে তার কোনও ব্যাখ্যা নেই। কিছু সফর সর্বদা মনে রাখার জন্যই হয়। এবার আপনারা ট্রেলার দেখুন আর আমাদের শুভেচ্ছা দিন।'


ভূমি পেডনেকর ((Bhumi Pednekar) ও রাজকুমার রাও ছাড়াও এই ছবিতে শিবা চড্ডা, লভলীন মিশ্র সহ একাধিক তারকাকে দেখতে পাওয়া যাবে।