মুম্বই: 'হাতের উপর হাত রাখা সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়..।' কথায় বলে, যা দেখা যাচ্ছে সামনে, তা অনেক ক্ষেত্রেই ইলিউশন হয়। কোন ইন্দ্রিয় সত্যি খবর পৌঁছে দেয় ব্রেণে, সে বিষয় এখানে ব্রাত্য। তবে হ্যাঁ সময় কথা বলে। সবসময়। আদতেই কার হাত পাশে থাকবে, আর কার হাত ছেড়ে যাবে, তা বলে দেবে সময়ই। যাই হোক এত কথা বলে কাজ নেই। মোদ্দা কথায় আসা যাক। অভিনেত্রী ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur) ও বাদশাহের ভাইরাল হওয়া ভিডিওই যত প্রশ্নের মূলে !
'ম্রুণালের হাত ধরে দীপাবলির পার্টিতে..'
সম্প্রতি শিল্পা শেট্টির দীপাবলি পার্টি থেকে এই দুই জনপ্রিয় ব্যক্তিত্বকে একসঙ্গে হাত ধরে হেঁটে বেরোতে দেখা গিয়েছে। ব্যাস আর কে ধরে রাখবে ? প্রেমের ডায়াসে মন দিয়ে জল্পনা ভরেছেন নেটিজেনরা। ম্রুণাল ও বাদশাহ তাঁরা নাকি ডেটিং করছেন ! এবার শেষ অবধি, সোশ্যালে বিষয়টি নিয়ে মুখ খুললেন বাদশাহ নিজেই (Badshah )।
ভিডিও ভাইরাল, মন খুললেন বাদশাহ
মূলত সম্প্রতি অভিনেত্রী ম্রুণাল ঠাকুর এবং বাদশাহের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেই ভিডিওয় দেখা গিয়েছে, তাঁরা শিল্পা শেট্টির ওই পার্টি থেকে হাতে হাত ধরে বের হচ্ছেন। শক্ত করে ধরা আছে সেই হাত। আর সেই ভিডিও সোশ্যালে পোস্ট করে এক নেটিজেন লেখেন, 'ম্রুণাল ও বাদশাহ শিল্পা শেট্টির দীপাবলি পার্টিতে। ওঁরা কি ডেট করছেন?' আর এবার সেই জল্পনাতেই এবার জল ঢেলে বাদশাহ সোশ্যালে বলেছেন, 'প্রিয় ইন্টারনেট, আপনাদেরকে আবার হতাশ করবার জন্য দুঃখিত। কিন্তু আপনি যা ভাবছেন, এটা তা নয়।'
আরও পড়ুন, ১০০ কোটি পেরোল সলমনের 'টাইগার ৩', পিছনে ফেলল শাহরুখের 'জওয়ান'কেও ?
ক্যামেরার চোখ সর্বত্র
সেলেব্রেটিদের ছবি সবসময়ই সোশ্যালে ঝড় তোলে। ক্যামেরার চোখ সর্বত্র। আর ইন্টারনেটের সৌজন্য, ডিজিটালাইজেশনের যুগে কোনও কিছুই পার পায় না। নিজের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে সোশ্যালে দেওয়ার আগেই, মনের মাধুরী মিশিয়ে দেওয়ার নেটিজেনরাও অপেক্ষায় থাকেন। তবে সেই তালিকায় শুধুই যে ম্রুণাল ও বাদশাহ তা নয়, চলতি বছরেই আরও একাধিক বিষয় নিয়ে ভাইরাল হয়েছেন টলি বলির একাধিক সেলেব। বলা ভাল কাপলও। তবে সত্যতা সামনে আসতেও দেরি হয় না। আর এবার মজার সঙ্গেই প্রেমের সম্পর্কে জল ঢাললেন বাদশাহ নিজেই।
ঋণ: শঙ্খ ঘোষ