লন্ডন: রবিবার এই বছরের ৭৫তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস বা বাফটা (British Academy Film Awards) অনুষ্ঠিত হল লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে। সেখানেই ভারতের সদ্য় প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar) শ্রদ্ধা জানানো হল তাদের বিশেষ 'ইন মেমোরিয়াম' (In Memoriam) বিভাগে।


বাফটার এই প্রয়াসে আপ্লুত লতা মঙ্গেশকরের লক্ষ লক্ষ অনুরাগী। এদিন তাঁরা ট্যুইটারে প্রশংসায় ভরিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, 'ধন্যবাদ বাফটা, আপনাদের ইন মেমোরিয়াম বিভাগে লতা মঙ্গেশকরের নাম যুক্ত করার জন্য। যাঁরা ভারতীয় সঙ্গীতের খোঁজ রাখেন তাঁরা জানবেন যে লতাজির চলে যাওয়া কখনওই পূরণ করা যাবে না।'


অপর এক নেটিজেন লিখেছেন, 'বাফটা আমাদের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানাল।'


 






আপ্রাণ চেষ্টা বিফল করে গত ৬ ফেব্রুয়ারি থেমে যায় সুরঝঙ্কার। প্রয়াত হন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। করোনায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে।


১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দৌরে জন্ম হয় লতা মঙ্গেশকরের। তাঁর বাবা দীনানাথ মঙ্গেশকর ছিলেন খ্যাতনামা মরাঠী, কোঙ্কনী সঙ্গীতশিল্পী এবং নাট্যশিল্পী। মাত্র ৫ বছর বয়সে বাবার কাছেই গানের তালিম শুরু হয় ছোট্ট লতার। ১৯৪১ সালের ১৬ ডিসেম্বর গায়িকা হিসেবে পথ চলা শুরু হয় লতা মঙ্গেশকরের। ৩৬টিরও বেশি ভাষায় ৩০ হাজারের বেশি গান গেয়েছেন লতা মঙ্গেশকর। রেখে গেলেন তাঁর অনবদ্য সৃষ্টি এবং লক্ষ লক্ষ অনুরাগীকে। একের পর এক সাফল্যের সোপান তিনি পেরিয়ে গিয়েছেন অবলীলায়। হয়ে উঠেছেন ভারতের নাইটিঙ্গল। প্রজন্মের পর প্রজন্ম বড় হয়েছে তাঁর গান শুনে। আর সঙ্গীত জগতের নক্ষত্রপতনে শোকের ছায়া সুরের জগতে। 


আরও পড়ুন: Lock Upp: প্রাক্তন স্ত্রী সারা খানের সঙ্গে 'লক আপ'-এ বন্দি অভিনেতা আলি মার্চেন্ট!