মুম্বই: খুব শীঘ্রই মুক্তি পাবে বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao) এবং ভূমি পেড়নেকরের (Bhumi Pednekar) কমেডি ড্রামা 'বধাই দো' (Badhaai Do)। আয়ুষ্মান খুরানার 'বধাই হো' ছবির সিক্যুয়েল এটি। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার এবং আরও একটি গান মুক্তি পেয়েছে। যা দেখে নেট নাগরিকদের বুঝতে অসুবিধা হয়নি যে ছবিটি কমেডির মোড়কে সমাজকে বিশেষ বার্তা দেওয়ার। এবার এই ছবির আরও একটি গান মুক্তি পেল।
'বন্দি টোট'। রাজকুমার রাও ও ভূমি পেড়নেকর অভিনীত নতুন ছবি 'বধাই দো'র নতুন গান মুক্তি পেল। আর নেট দুনিয়ায় এই গান মুক্তি পেতেই নেট নাগরিকদের মধ্যে হাসির রোল উঠেছে। 'বধাই দো' ছবির গোটা অ্যালবাম তৈরি করেছেন অমিত ত্রিবেদী, তনিশ্ক বাগচী, অঙ্কিত তিওয়ারি ও খামোশ শাহ। হর্ষবর্ধন কুলকর্নি পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে ১১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে। গানের মাধ্যমে, নির্মাতারা শার্দুল এবং সুমির আজব বিয়ের বর্ণনা করেছেন। এই গানটি তাঁদের বিবাহিত জীবন এগিয়ে যাওয়ার গল্প শোনায়।
আরও পড়ুন - Alia Bhatt: এই দক্ষিণী সুপারস্টারের সঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ আলিয়া ভট্টের
প্রসঙ্গত, রাজকুমার রাও ও ভূমি পেড়নেকর অভিনীত এই ছবি আগে মুক্তি পাওয়ার কথা ছিল ৪ ফেব্রুয়ারী। কিন্তু ৪ নয়, ভালোবাসার সপ্তাহে মুক্তি পাবে এই ছবি। চলতি বছরের ১১ ফেব্রুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হর্ষবর্ধন কুলকর্নি পরিচালিত 'বধাই দো'। এই ছবিটি একটি সিকুয়্যাল। আয়ুষ্মান খুরানা-সানিয়া মলহোত্র অভিনীত 'বধাই হো' ছবির দ্বিতীয় ভাগ এই 'বধাই দো' ছবিটি। আগের ছবিতে নীনা গুপ্ত ও গজরাজ রাও ছিলেন অন্যতম মুখ্য চরিত্রে। ছবিতে রাজকুমার রাও একজন পুলিশ অফিসার ও ভূমি পেডনেকর একজন পিটি শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন। এরপর শার্দুল ঠাকুর (রাজকুমার) এবং সুমন সিংহের (ভূমি) মধ্যে যা ঘটে, তা হল গোপনীয়তা, ড্রামা এবং কমেডির ট্যুইস্ট।
আরও পড়ুন - Munmun Dutta Update: গ্রেফতার হয়েছিলেন? সত্যিটা জানালেন 'তারক মেহতা কা' অভিনেত্রী মুনমুন দত্ত