মুম্বই: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ মুম্বইয়ের বান্দ্রা আদালতের। কঙ্গনার বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে।
মহম্মদ সাহিল আশরফ আলি সৈয়া নামে এক ব্যক্তি কঙ্গনার বিরুদ্ধে মুম্বইয়ের বান্দ্রা আদালতে আর্জি জানান যে, কঙ্গনা তাঁর ট্যুইটের মাধ্যমে বলিউডে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিবাদ বাঁধানোর চেষ্টা করেন। তাঁর অভিযোগ, কঙ্গনা দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বান্দ্রা আদালত কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে।
আবেদনকারী আদালতে কঙ্গনার বেশ কয়েকটি ট্যুইট পেশ করেন। সিআরপিসি-র ধারা ১৫৬ (৩) অনুসারে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে। এফআইআরের পর কঙ্গনার জিজ্ঞাসাবাদ হবে এবং তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ মিললে তাঁকে গ্রেফতারও করা হতে পারে।
বিপাকে পড়তে পারেন কঙ্গনা, এফআইআর দায়েরের নির্দেশ বান্দ্রার আদালতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Oct 2020 01:17 PM (IST)
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ মুম্বইয়ের বান্দ্রা আদালতের। কঙ্গনার বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -