হাথরস: গণধর্ষণ কাণ্ডে চার অভিযুক্তের একজনের বাড়ি থেকে পাওয়া গেছে রক্তের রং লাগা কাপড়, দাবি করল সিবিআই। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি অস্বীকার করেছে অভিযুক্ত লব কুশ শিকরওয়ারের পরিবার।
অভিযুক্তের পরিবারের দাবি, এটি লব কুশের দাদা রবির ব্যবহৃত পোশাক। একটি রঙের কারখানায় কাজ করে সে। তাই কাপড়ে লাল রঙ লাগা। এটি কোনও মতেই রক্তের দাগ নয়!
লব কুশের ভাইয়ের দাবি, সিবিআই তাদের বাড়িতে তল্লাশি চালায়। সেখানে আড়াই ঘণ্টা মতো ছিলেন তদন্তকারী অফিসাররা। তারপর তারা ওই কাপড় খুঁজে পায়। ওই দাগ রক্তেরই কি না, তা পরীক্ষা করে দেখতে কাপড়টি সঙ্গে নিয়ে যায় তারা। লব কুশের ভাই ললিতেরও দাবি, “ ওই কাপড়টি রবি দাদার। সে একটি রঙের কারখানায় কাজ করে। তাই কাপড়ে ওই দাগ। রক্তের ছাপ নয়। ”
গত চারদিন ধরে হাথরসেই আছে সিবিআই টিম। নিগৃহীতার বাবার সঙ্গেও কথা বলেছে তদন্তকারী দল। ভাইকে নিয়ে সেই বজরার ক্ষেতেও যান তাঁরা। সঙ্গে যান নিগৃহীতার মা ও পিসিও।
বৃহস্পতিবার প্রত্যেক অভিযুক্তের বাড়ি যান তদন্তকারী অফিসাররা। তাদের পরিবারের লোকজনদের ম্যারাথন জিজ্ঞাসাবাদও করা হয়ে বলে সূত্রের খবর।
এরই মধ্যে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম দাবি করেছে, তারা তাদের তদন্তের কাজ শেষ করে ফেলেছে। যোগী সরকারের ৩ সদস্যের সিট ঘটনার তদন্তে নামে গত ৩০ সেপ্টেম্বর। তারাও নিগৃহীতা ও অভিযুক্তদের পরিবারের বয়ান সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে।
হাথরসে অভিযুক্তের বাড়ি থেকে 'রক্তের রঙ' লাগা কাপড় পেল সিবিআই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Oct 2020 11:49 AM (IST)
অভিযুক্তের পরিবারের দাবি, এটি লবকুশের দাদা রবির ব্যবহৃত পোশাক। একটি রঙের কারখানায় কাজ করে সে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -