লস অ্যাঞ্জেলেস: আগামী বছর ৯১-তম অস্কার পুরস্কারে বিদেশি ভাষার সেরা ছবি বিভাগে ইরফান খান, পার্নো মিত্র অভিনীত ‘ডুব’-কে মনোনীত করল বাংলাদেশ। মোস্তাফা সারওয়ার ফারুকি পরিচালিত এই ছবিতে ইরফান ও পার্নো ছাড়াও অভিনয় করেছেন বাংলাদেশের নুসরত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচী। ছবিটি ৩৯-তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে। ফলে ‘ডুব’ নিয়ে আশাবাদী বাংলাদেশ।
এই ছবিটি নিয়ে অবশ্য শুরুতে বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, বাংলাদেশের প্রয়াত লেখক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের জীবন অবলম্বনে তৈরি করা হয়েছে ছবিটি। এই বিতর্কের জেরে বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যায় ‘ডুব’। এই অভিযোগ অস্বীকার করেন ফারুকি। তিনি দাবি করেন, সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি করেছেন। এরপর নিষেধাজ্ঞা উঠে যায়। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় ‘ডুব’।
বাংলাদেশ থেকে অস্কারে মনোনীত ইরফান খান, পার্নো মিত্র অভিনীত ‘ডুব’
Web Desk, ABP Ananda
Updated at:
24 Sep 2018 04:54 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -