কলকাতা: 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি পরীমণি। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে ধর্ষণ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই। আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারি না। মা আমি বাচঁতে চাই...' সোশ্যাল মিডিয়ার দেওয়াল জুড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা লম্বা এক চিঠি। বিস্ফোরকও বটে। লেখিকা, বাংলাদেশের পরিচিত নায়িকা পরিমণি। প্রধানমন্ত্রীকে মা সম্মোধন করে তিনি বিচার চাইছেন অন্যায়ের। 


রবিবার সামাজিক মাধ্যমে এই চিঠি ছড়িয়ে পড়ার পরে তোলপাড় হয়েছে নেটদুনিয়া। কেবল বাংলাদেশ নয়, খবর ছড়িয়ে পড়েছে ভারতেও। সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ পরিমণির সমর্থন করেছেন। দাবি করেছেন ন্যায় বিচারেরও।


রবিবার মধ্যরাতেই সরাসরি গণমাধ্যমে মুখ খুলেছিলেন পরীমণি। সাংবাদিকদের সামনে ন্যায় বিচার পাওয়ার আবেদনও জানিয়েছেন বার বার। সবার সামনেই তিনি বার বার চিৎকার করে বলতে থাকেন, 'আমি মরতে চাই না। আমি আত্মহত্যা করব না। কিন্তু যদি আমি মরে যাই, জেনে রাখবেন, আমাকে মেরে ফেলা হয়েছে। আমার বাসায় আমি সুরক্ষিত নই।' সূত্রের খবর এই খবর চাউর হওয়ার পর পুলিশি নিরাপত্তায় রয়েছেন পরীমণি।


পরীমণি আরও জানান, এই ঘটনাটি ঘটেছে ৫ দিন আগে। সঙ্গে সঙ্গেই থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন তিনি। কিন্তু কোনও রকম সাহায্য মেলেনি সেখান থেকে। ভারপ্রাপ্ত আধিকারিক থানায় নেই বলে পরীমণি এবং তাঁর সঙ্গীদের ফিরে আসতে হয়। তাঁকে পরে ফোন করা হবে বলে থানা থেকে আশ্বস্তও করা হয়। কিন্তু ৪ দিন বাদেও কোনও ফোন না আসায় তিনি সোশ্যাল মিডিয়া ও বাংলাদেশের সংবাদমাধ্যমের কাছে এই কথাগুলি জানান।



বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম থেকে বিভিন্ন ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনাটি বলতে গিয়ে বার বার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। পরীমণির প্রসঙ্গ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন জয়া আহসান।


">