গ্লাসগো: ধারাভাষ্যকারেরা উত্তেজিত। গোটা মাঠ কার্যত হতবাক। এমনকী, ট্যুইটারে বিস্ময় প্রকাশ করলেন হর্ষ গোয়েঙ্কাও।
এইরকম গোল করা সম্ভব? সত্যি সত্যি হল, নাকি কল্পনায় দেখেছেন, অনেকেই হয়তো চোখ কচলে তা দেখে নিয়েছেন।
সোমবার ইউরো কাপে স্কটল্যান্ড বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচে এমনই এক অবিশ্বাস্য গোল করে বসলেন চেক তারকা প্যাট্রিক শিক যে, গোটা বিশ্ব মন্ত্রমুগ্ধ। ইউরো কাপে সবচেয়ে দূরপাল্লার শটে গোল বলা হচ্ছে শিকের অনবদ্য কীর্তিকে। ধারাভাষ্যকারেরা বলছেন, ৪৫ মিটারের শটে হয়েছে গোলটি। যা ইউরো কাপের ইতিহাসে রেকর্ড। এর আগের সবচেয়ে দূরপাল্লার গোলটি হয়েছিল ২০০৪ সালের ইউরো কাপে জার্মানির ম্য়াচে। সেই রেকর্ড ভেঙে দিলেন শিক।
ঠিক কীভাবে গোলটি করেছেন শিক? চেক প্রজাতন্ত্র বনাম স্কটল্য়ান্ড ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ম্যাচের ৫২ মিনিটের মাথায় ঠিক সেন্টার লাইনের কাছে সতীর্থের বাড়ানো বল না থামিয়ে চলতি বলেই বাঁ পায়ে ভলি মারেন। সেন্টার সার্কেলের কাছ থেকেই। স্কটল্যান্ডের গোলরক্ষক কিছুটা এগিয়ে এসেছিলেন। সেটা লক্ষ্য করেই গোল লক্ষ্য় করে শট মেরে দিয়েছিলেন শিক। দৌড়ে গিয়ে পিছনের দিকে শরীর শূন্যে ভাসিয়েও তিনি বলের নাগাল পাননি। বল জড়িয়ে যায় জালে। গোলকিপারও জালে কার্যত জড়িয়ে যান।
৪৫ মিটারের (৪৯.৭ গজ) শটে গোল করেই দুহাত প্রসারিত করে দৌড়তে শুরু করেন শিক। সতীর্থরা তখন তাঁকে আলিঙ্গন করার জন্য পিছনে পিছনে দৌড়চ্ছেন। গোটা মাঠ উত্তেজনায় ফেটে পড়ছে প্রায়।
ম্যাচে স্কটল্য়ান্ডকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের প্রথম গোলটিও শিকেরই করা। ২৩ বছর পর কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেমেছে স্কটল্য়ান্ড। প্রথম ম্যাচে হার দিয়েই শুরু করতে হল তাঁদের। তবে ম্যাচে উত্তেজক লড়াই হয়েছে। চেক গোল লক্ষ্য করে স্কটল্যান্ডও মুহূর্মুহূ আক্রমণ করেছে। তবে চেক গোলরক্ষক দুর্ভেদ্য প্রাচীর হয়ে উঠেছিলেন প্রায়। কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন তিনি।