মুম্বই: কিংবদন্তি সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ির (Bappi Lahiri) প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশের মানুষ। তাঁর অগণিত অনুরাগীদের মন ভারাক্রান্ত। নেট মাধ্যমে সাধারণ নেট নাগরিক থেকে তারকারা শোকজ্ঞাপন করছেন। বাপি লাহিড়ির প্রয়াণে (Bappi Lahiri Passes Away) শোকপ্রকাশ করেছেন অভিনেতা অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বাপি লাহিড়ির একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'সোনালি গৌরবে বিশ্রাম নিন বাপি দা। আপনার সৃষ্টি করা সঙ্গীতের জন্য অনেক অনেক ধন্যবাদ।'




১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপি লাহিড়ির। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু জনেই ছিলেন সঙ্গীত শিল্পী। ১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপি লাহিড়ির। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু’ জনেই ছিলেন গানের জগতের মানুষ। কিশোর কুমারের আত্মীয় বাপি ছোট থেকে বড় হয়েছেন সাঙ্গীতিক পরিবেশে। ৩ বছর বয়সে তবলা বাজানো দিয়ে শুরু। ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপি লাহিড়ি। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান ‘বাগি থ্রি’-র জন্য।


আরও পড়ুন - Bappi Lahiri Demise: বিশ্বের সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল : জয়া প্রদা


প্রসঙ্গত, গতকাল প্রায় মধ্যরাতে প্রয়াত হয়েছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ি। গত এক মাস ধরে অসুস্থ ছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে। বিশিষ্ট চিকিতসকদের তত্বাবধানে ছিলেন তিনি। সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।


আরও পড়ুন - Bollywood Movies Update: মার্চ মাসে যে বলিউড ছবিগুলি মুক্তি পাবে


আরও পড়ুন - Bappi Lahiri Demise: আপনার সুরে গান গাইতে পেরেছি, এটা আমার সৌভাগ্য: শ্রেয়া ঘোষাল