মুম্বই: কারও কপালে যদি তারকা হওয়া লেখা থাকে, তাহলে কিছুতেই সেটা আটকানো যাবে না। এমনই মত সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ীর।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণ বিতর্কে তোলপাড় বলিউড। কেউ মনে করেন স্বজনপোষণ হয়। তারকাদের ছেলেমেয়ে বা প্রিয়জনেরা অভিনয়ের জগতে প্রবেশ করলে কাজের সুযোগ পায় অনেক বেশি। বঞ্চনার স্বীকার হতে হয়ে অপরিচিত-অনামীদের। আবার কারও মতে, স্বজনপোষণের অভিযোগের কোনও ভিত্তি নেই। বলিউড কার্যত দুই ভাগে বিভক্ত।

বাপ্পি স্বজনপোষণের অভিযোগকে বড় একটা আমল দিচ্ছেন না। বলেছেন, ’৫০ বছরের বেশি সময় ধরে গান গাইছি। আমার প্রথম গান বোম্বাই সে আয়া মেরা দোস্ত সুপারহিট ছিল। বিনোদ খন্নার লিপে গানটি গাওয়া হয়েছিল। আমার সব গানই সুপারহিট। ইন্ডাস্ট্রিতে প্রত্যেককেই লড়াই করতে হয়। তারপর কপালে যা থাকে হবে। যদি ভাগ্যে তারকা হওয়া থাকে, কেউ আটকাতে পারবে না। ঈশ্বরে বিশ্বাস রাখুন।’

বরুণ ধবন-আলিয়া ভট্টের ‘বদ্রীনাথ কী দুলহনিয়া’ সিনেমার জন্য সুপারহিট তম্মা তম্মা গানটি রিক্রিয়েট করেছিলেন বাপ্পি। টাইগার শ্রফের ‘বাগি থ্রি’ সিনেমার জন্য কিশোর কুমারের ভঙ্কাস... গানটি নতুন রূপে শ্রোতাদের উপহার দিতে চলেছেন বাপ্পি।