ভারতে করোনা ভাইরাস সংক্রমণ এবং পূর্ব লাদাখ সীমান্তের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়মিত আক্রমণ করে চলেছেন রাহুল। কয়েকদিন আগেই তিনি ট্যুইট করে প্রধানমন্ত্রীকে ‘সারেন্ডার মোদি’ বলে কটাক্ষ করেন। এরই জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ভারত-বিরোধী প্রচারের মোকাবিলা করতে তৈরি। কিন্তু একটি বড় দলের প্রাক্তন সভাপতি যখন সঙ্কটের সময় ‘উঁচু রাজনীতি’ করেন, তখন সেটা বেদনাদায়ক। তাঁদের হ্যাশট্যাগ যখন চিন ও পাকিস্তানের পছন্দ হয়, তখন বিষয়টি তাঁর ও দলের ভেবে দেখা উচিত।’
রাহুলের সমালোচনা করে অমিত শাহ আরও বলেছেন, ‘ভারত সরকার করোনার বিরুদ্ধে ভালভাবে লড়াই করেছে। আমি রাহুল গাঁধীকে পরামর্শ দিতে পারি না। সেটা তাঁর দলের নেতাদের কাজ। কিছু মানুষের দৃষ্টি বক্র। তাঁরা ভাল কাজকেও খারাপ নজরে দেখেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত ভাল জায়গায়। বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায় ভারতের পরিস্থিতি ভাল।’
জরুরি অবস্থা এবং পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ইন্দিরাজির (গাঁধী) পর গাঁধী পরিবারের বাইরে কেউ কংগ্রেস সভাপতি হয়েছেন? তাঁরা কোন রাজনীতির কথা বলছেন? করোনা সংক্রমণের সময় আমি রাজনীতি করিনি। আপনারা গত ১০ বছরে আমার ট্যুইট দেখুন। প্রতি বছর ২৫ জুন আমি বিবৃতি দিই। জরুরি অবস্থা আমাদের গণতন্ত্রের মূলে আঘাত করেছিল। এটা কোনও রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক দলের ভুলে যাওয়া উচিত নয়। এ বিষয়ে সচেতনতা থাকা উচিত। এটা কোনও একটি দলের বিষয় নয়। আমাদের দেশের গণতন্ত্রের উপর আঘাত।’