চেন্নাই: দক্ষিণী সুপারস্টার আর মাধবনের প্রকৃতিপ্রেম তাঁর অনুরাগীদের অজানা হয়। সম্প্রতি মুম্বইয়ের ছাদে টেরেস গার্ডেনের ছবি দিয়েছিলেন তিনি। এবার তামিলনাড়ুর একটি গ্রামে অনুর্বর অবস্থায় পড়ে থাকা জমিকে ফলনশীল করে তুলেছেন। সেখানে এখন চারদিকে তাকালেই দেখা যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। সকাল হলেই শোনা যায় পাখির গুঞ্জন।
প্রকৃতির সঙ্গে মিশে যেতে বরাবর ভালবাসেন মাধবন। সময় পেলেই গাছেদের সঙ্গে সময় কাটান। সবুজের মাঝে হারিয়ে যান। চলতি বছরের শুরুতেই তিনি খোঁজ পান, তামিলনাড়ুর একটি গ্রামে বেশ খানিকটা জমি পড়ে রয়েছে। তখনই তিনি এবং তাঁর দাদা সুবায়গন মিলে ওই অনুর্বর জমিকে সবুজে মুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কাজটা শুরু করেছিলেন বছরের গোড়ায়। লকডাউন হওয়ায় আরও সুবিধা হয়েছিল এই অভিনেতার। হাতে বাড়তি সময় পাওয়ায় তাকে কাজে লাগিয়েছেন ওই অনুর্বর জমিকে ফলনশীল করে তুলতে।
মাধবনের কথায়, ‘জায়গাটা এমন সবুজে ভরে উঠেছে দেখে খুব ভাল লাগছে। সঠিক ভাবে জমি তৈরি করা থেকে শুরু করে ঠিক মাছ নির্বাচন করে জলে ছাড়া ---প্রতিটি পদক্ষেপেই কত কী শেখার। সবটাই অমূল্য। এটা আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। খুব আনন্দ হচ্ছে। অনুর্বর অবস্থায় পড়ে থাকা জমি ফের সবুজে ভরে গিয়েছে দেখে অসম্ভব তৃপ্তি হচ্ছে। ভারত সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’
গাছ, প্রকৃতি নিয়ে থাকতে যে তিনি ভালবাসেন, লকডাউনে তার প্রমাণ পেয়েছিলেন তাঁর ফ্যানেরা। মুম্বইয়ের ফ্ল্যাটে ছাদবাগানের ছবি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে ছাদের বাগানে ফলের ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছিলেন এমন বাগান করতে পেরে তিনি রীতিমতো খুশি।
দক্ষিণী সুপারস্টারের বলিউডেও জনপ্রিয়তা কম নয়। ২০১৮ সালে তাঁকে ‘জিরো’ ছবিতে দেখা গিয়েছিল। সম্প্রতি বিজ্ঞানী নাম্বি নারায়ণের বায়োপিকের শ্যুটিং শেষ করলেন তিনি। নাম্বি নারায়ণ ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রে কর্মরত ছিলেন। তবে গাছই এখন এই অভিনেতার ধ্যান-জ্ঞান।
R Madhavan: তামিলনাড়ুতে অনুর্বর জমিকে ফলনশীল করে তুললেন অভিনেতা মাধবন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Dec 2020 02:19 PM (IST)
The actor loves greenery. | প্রকৃতির সঙ্গে মিশে যেতে বরাবর ভালবাসেন মাধবন।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -