পুরী: করোনার জেরে ৯ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে পুরীর জগৎবিখ্যাত শ্রী জগন্নাথ মন্দির। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে এ কথা।
শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের মুখ্য প্রশাসক কৃষণ কুমার বলেছেন, ভক্তদের ধর্মীয় অনুভূতির কথা মাথায় রেখে মন্দির খুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দির খোলার পর করোনা সংক্রান্ত নিয়মকানুন কঠোরভাবে মানা হবে। মন্দির কর্মীদের বৈঠক ছত্তিশা নিযোগ হয়েছে এ নিয়ে, মন্দির কর্তৃপক্ষ ঠিক করেছে, মন্দির খোলার ব্যাপারে চূড়ান্ত সিলমোহর রাজ্য সরকারকে পাঠানো হবে, প্রথম ৫ দিন পুরীর মানুষ জগন্নাথ দর্শনের সুযোগ পাবেন। সরকারের অনুমতি মিলে গেলে এ ব্যাপারে যাবতীয় খুঁটিনাটি চূড়ান্ত হবে।
১ ও ২ জানুয়ারি মন্দির বন্ধ থাকবে, নতুন বছর উপলক্ষ্যে দর্শকদের ভিড় এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। ৩ তারিখ থেকে সকলের জন্য খুলে যাবে মন্দির। প্রাথমিকভাবে ৫,০০০ ভক্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন। ধীরে ধীরে প্রতি সপ্তাহে বাড়ানো হবে এই সংখ্যা।
নির্বিঘ্নে মসৃণভাবে রথ যাত্রা সম্পন্ন করার জন্য মন্দির কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
নতুন বছরের আগেই ২৩ তারিখ খুলে যেতে পারে পুরীর জগন্নাথ মন্দির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Dec 2020 11:49 AM (IST)
নির্বিঘ্নে মসৃণভাবে রথ যাত্রা সম্পন্ন করার জন্য মন্দির কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -