কলকাতা:  শহরে 'ভেড়িয়া'-র প্রচারে বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যানন। মূলত দুজনেই খুব ব্যস্ত তাদের এই আগামী ছবি'ভেড়িয়া'-র প্রচার নিয়ে। ছবিটি পরিচালনা করেছেন অমর কৌশিক। ছবির প্রচারে এই মুহূর্তে তাঁরা দেশের নান প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। তবে বরুণ ও কৃতিই নন , সহ অভিনেতা অভিষেক, প্রযোজক দীনেশ থেকে শুরু করে পরিচালক অমর কৌশিক, প্রত্যেকেই শহরে এসে, বেলাশেষে, 'আমার কলকাতা' অনুভব করেছেন। শহরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাত সেরেছেন বরুণ ধাওয়ান।


ভবানীপুর কলেজের সামনে ছবি প্রচারে যেতেই,  বরুণ ও কৃতিকে ঘিরে ভিড় উপচে পড়ে। পাশাপাশি ছবির প্রচারে শহরে এসে চুটিয়ে ট্রাম সফর উপভোগ করে গোটা টিম। প্রযোজক শহরে প্রচারে এসে জানিয়েছেন, কলকাতা সত্যি তাঁদের'ভেড়িয়া'-র ছবি জন্য একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। 'একরাশ গুঞ্জন নিয়ে এখানে সবাই উৎসাহিত-উত্তেজিত। দর্শকরা শুধুই ছবিটির জন্য উন্মুখ নয়, মিউজিক ও ভিএফএক্সের মতো প্রযুক্তিগত বিবরণ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন।' পাশাপাশি পরিচালক অমর কৌশিকের সংযোজন, 'এই শহরে আমরা পা রাখতেই, প্রত্যেকেই এই ছবিটি সম্পর্কে আরও জানার চেষ্টা করছে। এই শহর আমাদের ছবি দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছে।' উল্লেখ্য, ২৫ নভেম্বর ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে।


আরও পড়ুন, 'কেমন আছেন ?' কলকাতায় এসেই অনুরাগীদেরকে প্রশ্ন ভিকি কৌশলের






প্রসঙ্গত, 'ভেড়িয়া' ছবিটি মূলত ভাস্করের গল্প বলে। একজন মানুষ যে কিনা ধীরে ধীরে নেকড়েতে রূপান্তরিত হয়।  ছবিতে ডাক্তারের ভূমিকায় দেখা যাবে কৃতী শ্যাননকে। ছোট চুলে দেখা মিলল অভিনেত্রীর। কৃতীর হাতে দেখা গেল বন্দুক আকৃতির ইনজেকশন। ছবি দেখে মনে করা হচ্ছে যে ওয়্যারউলফের চিকিৎসা করতে তৈরি তিনি। চরিত্রের নাম ডাক্তার অনিকা। এই ছবির গল্প অরুণাচল প্রদেশের কিংবদন্তিদের দ্বারা অনুপ্রাণিত, যেখানে ছবিটির শ্যুটিংও করা হয়েছে।