‘বেওয়াচ’ টেলিভিশন সিরিজের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। প্রিয়ঙ্কা ছাড়াও রয়েছেন ডয়েন জনসন, জ্যাক এফ্রন, আলেকজান্দ্রা ডাডারিও প্রমুখ। রয়েছেন পামেলা অ্যান্ডারসনও। ‘বেওয়াচ’: লাল টকটকে পোশাকে ভিলেন প্রিয়ঙ্কা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Feb 2017 12:59 PM (IST)
মুম্বই: প্রকাশিত হল ‘বেওয়াচ’-এর নতুন পোস্টার। ছবির ভিলেন প্রিয়ঙ্কা চোপড়া প্রকাশ করেছেন এই পোস্টার। টুইটারে তিনি লিখেছেন, খারাপ হওয়াও দারুণ ভাল হতে পারে!