মুক্তি পেল ‘বেওয়াচ’-এর দ্বিতীয় ট্রেলার! এতে বেশ কয়েকবার দেখা যাবে প্রিয়ঙ্কা চোপড়াকে!
ABP Ananda, Web Desk | 10 Jan 2017 10:41 AM (IST)
মুম্বই: প্রথম ট্রেলারে তিনি ছিলেন মুহূর্তের জন্য। ‘বেওয়াচ’-এর দ্বিতীয় ট্রেলারে অবশ্য ভালমতই রয়েছেন 'দেশি গার্ল'। ছবির মূল ভিলেন হিসেবে প্রিয়ঙ্কা চোপড়াকে সামনে এনেছে এই দ্বিতীয় ট্রেলার। প্রথম ট্রেলারে তাঁকে সেকেন্ডেরও কম সময় দেখা গেছে বলে প্রিয়ঙ্কা ভক্তদের ক্ষোভ ছিল। তখন প্রিয়ঙ্কাই তাঁদের ভরসা জোগান, আগামী দিনে আরও বেশি করে তাঁকে দেখা যাবে। এবারের ট্রেলারে ভক্তদের আর ক্ষোভের কারণ নেই। দেখুন সেই ট্রেলারটি ২৬ মে মুক্তি পাবে ‘বেওয়াচ’।