চলতি মাসের ১৬ তারিখেই ‘কান ২০১৯’- এর অনুষ্ঠান। রেড কার্পেট কাঁপাতে নিউ ইয়র্কের জিমে চলছে দীপিকার ওয়ার্কয়াউট। সেই ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দীপিকা। নিয়ন গোলাপী ক্রপ টপ আর কালো প্যান্ট পরে রয়েছেন দীপিকা।
দীপিকা বরাবরই নজর দিয়েছেন নিজের শরীরচর্চার দিকে। অভিনয় ছাড়াও খেলাধূলোয় আগ্রহ রয়েছে দীপিকার। বলিউজে ‘ফিটনেস ফ্রিক’ নায়িকাদের তালিকা উপরের দিকে রয়েছেন দীপিকা।
এই বার ৭২ বছরে পা রাখবে ‘কান’। দীপিকা ছাড়াও এই বছর ‘কান’-এর রেড কার্পেটে হাঁটবেন সোনাম কপূর, ঐশ্বর্য্য রাই বচ্ছন, কঙ্গনা রানওয়াত সহ আরও অনেকে। ‘কান’-এ দীপিকার এবার তৃতীয় বছর।