মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সম্পর্কের কথা সবারই জানা। তাঁরা ইতালির মিলানে বিয়ে করতে চলেছেন বলে শোনা যাচ্ছে। তবে অনুষ্কার জীবনে বিরাটই প্রথম পুরুষ নন। কয়েক বছর আগেও বলিউডে জোর গুঞ্জন শোনা যেত, রণবীর সিংহের সঙ্গে বিরাটের বহু স্ত্রীর সম্পর্ক রয়েছে। ২০১০ সালে ব্যান্ড বাজা বারাত ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন রণবীর। সেই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন অনুষ্কা। সেই ছবির সেটেই তাঁরা ঘনিষ্ঠ হন বলে শোনা যায়। পরে তাঁরা একসঙ্গে লেডিজ ভার্সেস রিকি বহেল ছবিতেও কাজ করেন।

অনুষ্কা কোনওদিনই রণবীরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে রণবীর আবার এই সম্পর্কের গুজবের কথা প্রকাশ্যে অস্বীকারও করেননি। কর্ণ জোহরের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে অনুষ্কার উদ্দেশে আপত্তিকর রসিকতা করেন রণবীর। পাল্টা তাঁকে নোংরা ছেলে বলেন অনুষ্কা। তবে বলিউড সূত্রে খবর, তাঁদের সম্পর্কে ভাঙন ধরার কারণ সোনাক্ষী সিনহা। এই অভিনেত্রীর সঙ্গে কাজ করেন রণবীর। সেটা ভালভাবে নেননি অনুষ্কা। তাঁর মনে হয়েছিল, সোনাক্ষীর প্রতি অত্যধিক যত্নবান হয়ে পড়েছেন রণবীর। ২০১১ সালের আইফা পুরস্কার প্রদান অনুষ্ঠানে রণবীর-অনুষ্কার মনোমালিন্য প্রকাশ্যে এসে যায়। সেই অনুষ্ঠানে তাঁরা একে অপরের সঙ্গে কথা বলেননি। পরে শোনা যায়, অনুষ্কা বড় ব্যানারের ছবিতে কাজ করলেও, রণবীর তখনও বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করতে না পারায় হিংসা করছিলেন। তাছাড়া তাঁর সঙ্গে দীপিকা পাড়ুকোনের ঘনিষ্ঠতা হয় গোলিয়ো কে রসলীলা: রামলীলা ছবিতে কাজ করার সময়। এইসব কারণ মিলিয়েই রণবীর-অনুষ্কার বিচ্ছেদ হয়।



বলিউডে অনেকেই রণবীর-অনুষ্কার সম্পর্কের কথা জানতেন। নেহা ধুপিয়া প্রকাশ্যেই সে কথা বলেছিলেন। ২০১৩ সালে এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, তিনি অনুষ্কাকে মিস করেন। পরে অবশ্য তাঁদের সম্পর্কের শৈত্য কেটে গিয়েছে। ২০১৫ সালে তাঁরা দিল ধড়কনে দো ছবিতে কাজ করেন। ফিলাউরি ছবির ট্রেলার দেখে ট্যুইটারে মজার ছলে অনুষ্কার প্রশংসা করেন রণবীর। অনুষ্কাও জবাব দেন। একাধিক সাক্ষাৎকারে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। অনুষ্কা যখন বিরাটকে বিয়ে করতে চলেছেন, তখন দীপিকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রণবীর। দু’জনেই এখন নতুন সম্পর্ক নিয়ে সুখী।