দুবাই: ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় এক বছর নির্বাসিত হলেন আফগানিস্তানের উইকেটকিপার মহম্মদ শাহজাদ। আইসিসি-র পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই উইকেটকিপার-ব্যাটসম্যান ওজন কমানোর জন্য হাইড্রক্সিকাট নামক একটি পদার্থ ব্যবহার করছিলেন। তারই সংক্রামক হিসেবে তাঁর মূত্রের নমুনায় নিষিদ্ধ বস্তু মিলেছে। তিনি আইসিসি-র ডোপ-বিরোধী আইনের ২.১ ধারা লঙ্ঘন করেছেন। সেই কারণেই তাঁকে নির্বাসিত করা হল।’
আইসিসি আরও জানিয়েছে, এ বছরের ১৭ জানুয়ারি দুবাইয়ে প্রতিযোগিতার বাইরে ডোপ পরীক্ষার অঙ্গ হিসেবে শাহজাদের মূত্রের নমুনা সংগ্রহ করা হয়। সেই পরীক্ষায় ক্লেনবাটেরল নামক নিষিদ্ধ বস্তু পাওয়া গিয়েছে। শাহজাদ নিষিদ্ধ বস্তু সেবনের কথা স্বীকার করেছেন। সেই কারণেই তাঁকে নির্বাসিত করা হল। গত ১৭ জানুয়ারি থেকে এক বছর পর্যন্ত নির্বাসনের সময়কাল। ফলে আগামী ১৭ জানুয়ারি থেকে ফের আফগানিস্তানের হয়ে খেলতে পারবেন শাহজাদ।
ডোপ পরীক্ষায় ব্যর্থ, এক বছর নির্বাসিত আফগানিস্তানের উইকেটকিপার শাহজাদ
Web Desk, ABP Ananda
Updated at:
08 Dec 2017 05:00 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -