কলকাতা: বেশ কিছুদিন আগে মুক্তি পায় শিবপ্রদাস মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) পরিচালিত ছবি 'বেলাশুরু' (Belashuru)। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তকে। দুই তারকাই এই পৃথিবীতে আর নেই। কিন্তু তাঁদের স্মৃতি রয়ে গিয়েছে যেমন দর্শকের মনে। তেমনই পর্দায়। কিন্তু পর্দার বাইরেও তাঁদের বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। যা দেখেননি দর্শকেরা। সেই মুহূর্তই এবার সামনে তুলে ধরলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে স্বাতীলেখা সেনগুপ্তর ডাবিংয়ের কিছু মুহূর্ত তুলে ধরলেন। যা দেখে চোখে জল আসছে নেট নাগরিকদের।
স্বাতীলেখার ডাবিংয়ের মুহূর্ত-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় স্বাতীলেখা সেনগুপ্তর ডাবিংয়ের কিছু মুহূর্ত তুলে ধরেছেন। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'ঝিক ঝিক ঝিক ঝিক ময়মনসিংহ, ঢাকা যাইতে কত্ত দিন। এক মাস তেরো দিন। কুউ উ উ উ উ...'। স্বাতীলেখার এই অদেখা ভিডিও দেখে নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি নেট নাগরিকরা। তাঁরাও কমেন্ট বক্সে নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন।
আরও পড়ুন - Jug Jugg Jeeyo: মুক্তির দিনই অনলাইনে ফাঁস বরুণ-কিয়ারার 'যুগ যুগ জিও'
প্রসঙ্গত, কিছুদিন আগে সৌমিত্র চট্টোপাধ্যায়েরই এমন একটি অদেখা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন শিবপ্রসাদ। ভিডিওটি 'বেলাশুরু'র শ্যুটিংয়ের শেষ দিন ট্রেনে ফেরার সময়ের। সেই ভিডিওতে কবিতা বলতে দেখা যাচ্ছে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, 'বেলাশুরু শ্যুটিংয়ের শেষ দিন। ট্রেনে ফেরা। স্মৃতির অ্যালবাম'। ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনে ছবির অন্যান্য কলাকুশলীদের কবিতা শোনাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর মুগ্ধ হয়ে শুনছেন সকলে। অন্যদিকে, ছবির সাফল্যে খুশি পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee)। এবিপি লাইভের (ABP Live) সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'এখনও হাউজফুল (Housefull) হচ্ছে বিভিন্ন হল। অনেক প্রেক্ষাগৃহে হুইল চেয়ার পর্যন্ত রাখা থাকছে। অনেক বয়স্ক মানুষ ওপরে উঠতে পারবেন না বলে হুইল চেয়ারের সাহায্য নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন। কিন্তু বড়পর্দায় ছবি দেখা মিস করছেন না। মানুষের এই আবেগ আমাদের কাছে খুব বড় পাওয়া।'